‘স্পোর্টস সাইকোলজি’ বিস্তারিত; মনের খবর মাসিক ম্যাগাজিনের ফেব্রুয়ারী সংখ্যায়

0
124

দেশের অন্যতম বহুল পঠিত মানসিক স্বাস্থ্য বিষয়ক মাসিক ম্যাগাজিন মনের খবর এর ২০২২ সালের ফেব্রুয়ারী সংখ্যা প্রকাশিত হয়েছে। অন্যান্য সংখ্যার মত এবারের সংখ্যাটিও একটি বিশেষ বিষয়ের উপর প্রাধান্য দিয়ে সাজানো হয়েছে। এবারের সংখ্যায় প্রাধান্য পাওয়া বিষয়টি হল- ‘স্পোর্টস সাইকোলজি’। এবারের ম্যাগাজিনে স্পোর্টস সাইকোলজি বিষয়ক লেখার পাশাপাশি মানসিক স্বাস্থ্য সচেতনতা ও মানসিক স্বাস্থ্যের বিভিন্ন দিক নিয়ে লিখেছেন দেশের খ্যাতনামা মনোরোগ বিশেষজ্ঞগণ।

যা রয়েছে “মনের খব” ফেব্রুয়ারী সংখ্যায়–

“স্পোর্টস সাইকোলজি বিষয়টা আসলে কী?”– শিরোনামে প্রচ্ছদ প্রতিবেদন লিখেছেন ময়মনসিংহ মেডিক্যাল কলেজের মনোরোগবিদ্যা বিভাগের সহকারী রেজিস্ট্রার ডা. সজীব আবেদীন ।

“ক্রিকেট ও সাইকোলজি “শিরোনামে প্রচ্ছদ প্রতিবেদন লিখেছেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনষ্টিটিউট ও হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. মুনতাসীর মারুফ।

বিশেষ সাক্ষাৎকার বিভাগে রয়েছে বিভিন্ন ক্রীড়া ফেডারেশনের সভাপতি/সাধারন সম্পাদকের সাক্ষাৎকার।

“খেলোয়াড়দের মানসিক সমস্যা সমাধানে কী ভূমিকা” শিরোনামে মানসিক রোগ বিভাগে লিখেছেন ক্রীড়া সাংবাদিক জাহিদ ই হাসান।

“শিশুমনে খেলাধুলার ভুমিকা, পূর্ণ মানসিক বিকাশে খেলাধুলা” শিরোনামে শিশুমন ও অভিভাবকত্ব বিভাগে লিখেছেন নর্থ ইস্ট মেডিক্যাল কলেজের মনোরোগবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো. আব্দুল্লাহ ছায়ীদ।

মাদকাসক্তি বিভাগে “মাদকাসক্তি থেকে রক্ষা পেতে স্পোর্টসের ভুমিকা” শিরোনামে লিখেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালের মনোরোগ বিশেষজ্ঞ ডা. মেজবাউল খাঁন ফরহাদ।

“কোথায় কি ধরনের সাহায্য, সহযোগিতা, চিকিৎসা ও পরামর্শ পাওয়া যাবে?” শিরোনামে সমসাময়িক বিভাগে লিখেছেন নিউরো-ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাষ্টি বোর্ডের চেয়ারপার্সন অধ্যাপক ডা.গোলাম রব্বানী।

পেশা ও মন বিভাগে “কর্মক্ষেত্রে স্পোর্টস সাইকোলজি” শিরোনামে লিখেছেন কামরুল ইসলাম ইমন।

“যৌনতায় খেলোয়াড়দের পারফরম্যান্সে ইতিবাচক প্রভাব ফেলে” -শিরোনামে যৌনস্বাস্থ্য-সম্পর্ক বিভাগে লিখেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মনোরোগবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ডা. এস এম আতিকুর রহমান।

“খেলা ও গবেষণা”– শিরোনামে গবেষণা বিভাগে লিখেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের রেসিডেন্ট এমডি ডা. সাদিয়া আফরিন ।

“খেলা এক্সট্রা কারিকুলার এক্টিভিটিজ না, কারিকুলাম এক্টিভিটিজ” বিষয়ে মনোসামাজিক বিশ্লেষণ বিভাগে কথা বলেছেন বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গ।

এছাড়াও মনের খবর ফেব্রুয়ারী সংখ্যায় পাঠকরা টিপস বিভাগে পাবেন “খেলোয়াড় তৈরিতে পরিবারের করণীয়” শিরোনামে মাহজাবিন শান্তা’র লেখা।

দেশের খবর এর পাশাপাশি প্রতিসংখ্যার মত এই সংখ্যায়ও বিভিন্ন জটিল বিষয়ে পাঠকের প্রশ্নের উত্তর দিয়েছেন দেশের খ্যাতনামা মানসিক রোগ বিশেষজ্ঞগণ।

করোনায় স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি
করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
মানসিক স্বাস্থ্য বিষয়ক মনের খবর এর ভিডিও দেখুন: সুস্থ থাকুন মনে প্রাণে

“মনের খবর” ম্যাগাজিন পেতে কল করুন ০১৮ ৬৫ ৪৬ ৬৫ ৯৪

Previous articleআমার যৌনশক্তি আস্তে আস্তে একেবারে চলে যায়
Next article‘ADHD কারো একার পক্ষে সারিয়ে ফেলা সম্ভব নয়’- অধ্যাপক ডা. গোলাম রব্বানী

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here