সিলেটে পালিত হতে যাচ্ছে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস- ২০১৭

Exif_JPEG_420

আগামি ১০ই অক্টোবর ২০১৭ (মঙ্গলবার) বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্ট সিলেট শাখা ও মনোরোগবিদ্যা বিভাগ, সিওমেক-এর যৌথ উদ্যোগে পালিত হতে যাচ্ছে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস। বিশ্বব্যাপী মানসিক রোগে আক্রান্ত মানুষেরা একবিংশ শতাব্দীর এই মিডিয়া পরিবেষ্টিত যুগেও পারিবারগত, পেশাগত তথা সামাজিকভাবে অবহেলিত ও নিগৃহীত। মানসিক রোগীদের প্রতি নেতিবাচক দৃষ্টিভঙ্গির পরিবর্তন করে সার্বিক উন্নয়ন সহায়ক শক্তি হিসেবে দাঁড় করানোর লক্ষ্যে প্রতি বছরের ন্যায় এ বছর “কর্মস্থলে মানসিক স্বাস্থ্য” শ্লোগানে বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে দিবসটি উদযাপিত হতে যাচ্ছে। কর্মসূচীর মধ্যে রয়েছে র‍্যালি, বৈজ্ঞানিক সেমিনার ও আলোচনা সভা। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্ট সিলেট শাখার সহ-সভাপতি অধ্যাপক ডা. গোপাল শংকর দে’র সভাপতিত্বে ও ডা. সুস্মিতা রায়ের সঞ্চালনায় কলেজ কনফারেন্স রুম, সিওমেক-এ অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অধ্যাপক ডা. মোর্শেদ আহমেদ চৌধুরী। সভায় মূল আলোচক হিসাবে উপস্থিত থাকবেন মনোরোগবিদ্যা বিভাগ, সিওমেক-এর বিভাগীয় প্রধান ও বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্ট সিলেট শাখার সাধারণ সম্পাদক ডা. আর.কে.এস. রয়েল।
প্রতিবেদক, মনেরখবর.কম


লক্ষ্য করুন- মানসিক স্বাস্থ্য বিষয়ক খবর বা প্রেস রিলিজও আমাদের পাঠাতে পারেন। বৈজ্ঞানিক সেমিনার, বিশেষ ওয়ার্কশপ, সাংগঠনিক কার্যক্রমসহ মানসিক স্বাস্থ্য বিষয়ক যে কোনো খবর পাঠাতে news@www.monerkhabor.com এই ইমেইলটি ব্যবহার করতে পারেন আপনারা।

Previous articleমানসিক স্বাস্থ্য সম্পর্কিত আলোচনায় উৎসাহিত করতে হবে সবাইকে
Next article১০ অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here