তাজউদ্দিন মেডিকেল কলেজে বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত

0
28

গাজীপুরের শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজে ‘অসম বিশ্ব মানসিক স্বাস্থ্য’ বিষয়ক বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গত ২৭শে নভেম্বর তাজউদ্দিন মেডিকেল কলেজে এটি অনুষ্ঠিত হয়।

সেমিনারে চেয়ারপার্সন হিসেবে উপস্থিত ছিলেন তাজউদ্দিন মেডিকেল কলেজের অধ্যক্ষ ও প্রজেক্ট ডিরেক্টর অধ্যাপক ডা. মো. আব্দুল কাদের এবং বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মনোরোগবিদ্যা বিভাগের প্রধান ও সহকারী অধ্যাপক ডা. মো. জুবায়ের মিয়া।

বিশ্বস্বাস্থ্য সংস্থার এক জরিপে দেখা গেছে উন্নত, উন্নয়নশীল ও নিম্ম আয়ের দেশগুলোতে মানসিক স্বাস্থ্য সেবা না পাওয়ার বৈষম্যমূলক চিত্র। ৭৮ কোটিরও বেশি মানুষ কোন না কোন মানসিক রোগে ভুগছে, কিন্তু বিশ্বের অধিকাংশ দেশে প্রতি লাখে একজন মানসিক/মনোরোগ বিশেষজ্ঞ নেই। মানসিক স্বাস্থ্যসেবায় ব্যয়কৃত অর্থের পরিমাণও সীমিত। যার দরুন বেশীরভাগ মানসিক রোগীরা মানসিক স্বাস্থ্যসেবা পায় না এবং একটি পর্যায়ে এসে এসব রোগীরা পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য বোঝা হয়ে যায়।

সেমিনারে বক্তারা বিশ্বব্যাপী মানসিক স্বাস্থ্য সমস্যার বিভিন্ন দিক তুলে ধরেন। ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড এর সৌজন্যে সেমিনারটি অনুষ্ঠিত হয়।

সুত্রঃ ইন্টারনেট

স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি
করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
মানসিক স্বাস্থ্য বিষয়ক মনের খবর এর ভিডিও দেখুন: সুস্থ থাকুন মনে প্রাণে 

“মনের খবর” ম্যাগাজিন পেতে কল করুন ০১৮ ৬৫ ৪৬ ৬৫ ৯৪

 

 

 

Previous articleশুধুমাত্র কিডনী নয়, হার্ট, লিভারের সমস্যার কারণেও শরীরে জমতে পারে পানি
Next articleঈর্ষান্বিত রশীদ খান

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here