কিশোরদের ক্ষেত্রে গাঁজা সেবন তাদের মস্তিষ্কের বিকাশমান গঠনকে দীর্ঘস্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত করে, এমনটি দাবি করছে একটি কানাডিয়ান গবেষণা।
বিবিসির প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, গবেষণাটিতে দেখা গেছে অ্যালকোহল পানকারীদের চেয়ে গাঁজাসেবী কিশোরদের চিন্তা করার ক্ষমতা, স্মৃতিশক্তি এবং আচরণে অনেক বেশি নেতিবাচক প্রভাব পরে।
ওই গবেষণায় ৪ বছর ধরে ১৩ বছর বয়স থেকে শুরু করে ৩৮০০ কিশোরদের ওপর বিভিন্ন পরীক্ষা চালানো হয় এবং তাদের ওপর লক্ষ্য রাখা হয়।
গবেষণায় অ্যালকোহল বা মদের ব্যবহারের তুলনায় গাঁজা ব্যবহারের মাত্রা কম থাকলেও ২৮% কিশোর-কিশোরী এই ব্যবহারের সাথে অভ্যস্ত ছিল।
মন্ট্রিয়ল বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞানের প্রফেসর প্যাট্রিসিয়া জে কোনরডের নেতৃত্বে চলা এই গবেষণায় দেখা যায় গাঁজা সেবনকারী কিশোর-কিশোরীদের কগনেটিভ টেস্ট বা জ্ঞানীয় পরীক্ষায় ত্রুটির পরিমাণ বৃদ্ধি পেয়েছে।
এমনকি এই মাদকটি ছেড়ে দেবার পরেও তাদের স্মৃতি শক্তি, যুক্তি প্রয়োগের ক্ষমতা এবং আচরণ নিয়ন্ত্রণের ক্ষেত্রে প্রভাব থেকেই যায়।
সূত্র: বিবিসি
কিশোরদের জন্য মদের চেয়ে গাঁজা ক্ষতিকর: গবেষণা
Previous Articleফেসবুকের চাইতেও ইনস্টাগ্রাম বেশি বিষণ্ণতা বাড়ায় !
Next Article প্রতিটি প্রতিকূলতা নতুন সুযোগ নিয়ে আসে