একাকীত্ব পছন্দদের বেশ কয়েকটি লক্ষন

কেউ কোলাহলে একা। কেউ সবার থেকে দূরে থেকে একা। আবার কেউ হাজার পাওয়ার ভিরে একা। দিন শেষে যদিও আমরা সবাই একা, তবুও মনে প্রশ্ন জাগে আসলে কেন এই একাকীত্ব? তবে একাকিত্তের অনুভূতি সবার কাছে এক রকম নয়। কেউ কেউ আবার একাকীত্বই পছন্দ করে।
লক্ষনঃ
১। একা থাকতে ভালোবাসেন।
২। মানুষের কাছে অদ্ভুত মনে হওয়া সত্ত্বেও আপনি একা থাকতে পছন্দ করেন।
৩। আপনার কাছে একাকীত্বটা খুব বেশি খারাপ লাগার মতো কিছু নয়, সহজেই এটা সামলাতে পারেন।
৪। সিদ্ধান্ত নিতে দেরি করেন না। সামাজিক কোন কাজে সহজেই নিজেকে নিয়োজিত করতে পারেন।
৫। একসাথে অনেক কাজ করতে এবং চ্যালেঞ্জ নিতে পছন্দ করেন।
৬। আপনার ধারনা সমাজে চলার জন্য যতটা দক্ষতা থাকা দরকার তা আপনার আছে।
৭। ছোট কিংবা বড় যে কোন সিদ্ধান্তই আপনি অবলীলায় নিতে পারেন।
৮। কারো সাথে সাক্ষাৎ না হলে আপনি খুশি থাকেন। তাতে আপনার ধারনা, নিজের মতো করে থাকতে পারবেন। কারো কথা শুনতে হবেনা।
৯। সম্পর্ক ভেঙ্গে গেলে আপনার খারাপ লাগার পাশাপাশি মুক্তিও লাগে। কারন এখন থেকে আপনি নিজের খেয়াল খুশি মতো চলতে পারবেন।
১০। জীবনের চূড়ান্ত পর্যায়ে থাকা সত্ত্বেও আপনি এমন একটা জীবন চান যেখানে আপনার ভালো লাগার কাজগুলো করতে পারবেন।
১১। আপনি সব সময় চান আপনার কাজগুলো অর্থপূর্ণ হোক।
১২। সঙ্গীহীন জীবন যাপন করতে পছন্দ করেন।
১৩। আপনার ধারনা, আপনি যেভাবে জীবন যাপন করেন সেটাই অর্থবহ ও প্রকৃত আনন্দদায়ক।

Previous articleসম্পর্ক ভালো রাখার উপায়
Next articleআচমকা ভয় পাওয়া থেকে কীভাবে মুক্তি পেতে পারি?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here