একজন মাদকাসক্ত ব্যক্তি অবশ্যই মানসিক রোগে আক্রান্ত

0
25

ম‌নের খবর টি‌ভির বিশেষ আয়োজন ‘রোগ শোক মনের খবর’র এবারের বিষয়- ‘মাদকাসক্তি কি মানসিক অসুখ?’। ১৫ জানুয়ারি, শনিবার; রাত ১১ টায় মনের খবর টিভিতে অনুষ্ঠানটি সম্প্রচার করা হবে। এই বিষয়ে কথা বলতে উপস্থিত থাকবেন কুমিল্লা মেডিকেল কলেজ, মানসিক রোগ বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মো. নিজাম। সঞ্চালনায় থাকবেন ডা. সাবরিনা নুসরাত রেজা টুসী।

মাদকাসক্তি এমন একটি সমস্যা, যা ধীরে ধীরে আমাদের সমাজে ভয়ংকর রুপ ধারণ করেছে। মাদকাসক্তিকে শুধুমাত্র সামাজিক সমস্যা হিসেবে বিবেচনা করলেই হবেনা। মানসিক ক্ষেত্রেও রয়েছে এর বিশাল প্রভাব। মাদকাসক্তি ব্যক্তি অতি পরিমানে বিষণ্ণতায় ভুগে, নিজেকে সবার থেকে আলাদা করে রাখতে চায়। যা মানসিক রোগের অন্যতম কারণ।

তাই বলায় চলে, একজন মাদকাসক্ত ব্যক্তি অবশ্যই মানসিক রোগে আক্রান্ত।

দেশ জুড়ে বিশেষজ্ঞদের কাছ থেকে যে কোন বিষয়ে পরামর্শ পেতে আপনিও যুক্ত হতে পারেন। চোখ রাখতে হবে মনের খবর টিভির ফেসবুক https://www.facebook.com/monerkhabortv/live/ ও ইউটিউবের https://www.youtube.com/channel/UCXd-n7yDt4q_DB6YzLQZF7A মাধ্যমে।

স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি
করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
মানসিক স্বাস্থ্য বিষয়ক মনের খবর এর ভিডিও দেখুন: সুস্থ থাকুন মনে প্রাণে 

“মনের খবর” ম্যাগাজিন পেতে কল করুন ০১৮ ৬৫ ৪৬ ৬৫ ৯৪
Previous articleঅ্যাংজাইটি অ্যাটাক: প্যানিক ডিসঅর্ডার
Next articleদুই সপ্তাহের ব্যবধানে দেশে করোনায় শনাক্তের সংখ্যা, হার ও মৃত্যু বেড়েছে কয়েক গুণ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here