দুই সপ্তাহের ব্যবধানে দেশে করোনায় শনাক্তের সংখ্যা, হার ও মৃত্যু বেড়েছে কয়েক গুণ

0
13

মাত্র দুই সপ্তাহের ব্যবধানে দেশে করোনায় শনাক্তের সংখ্যা, হার ও মৃত্যু বেড়েছে কয়েক গুণ। সংক্রমণ বাড়ার এই হারকে উদ্বেগজনক বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সংক্রমণের হার নিয়ন্ত্রণে জেলা-উপজেলায় করোনা পরীক্ষার সুবিধা বাড়ানোর পাশাপাশি শনাক্তদের কোয়ারেন্টিন নিশ্চিত করার তাগিদ দিয়েছেন তাদের।

বছরের শুরুতে পয়লা জানুয়ারিতে দেশে করোনা শনাক্ত হয় ৩৭০ জনের। ২ সপ্তাহের ব্যবধানে গতকাল ১৪ জানুয়ারিতে বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৩ শত ৭৮ জনে। শনাক্তের হার ২ দশমিক চার-তিন থেকে বেড়ে দাড়ায় ১৪ দশমিক ৬৬ শতাংশ। বাড়ছে করোনায় মৃত্যুর সংখ্যা।

যে হারে দেশে করোনা সংক্রমণ বাড়ছে তা নিয়ন্ত্রণে উপজেলা পর্যায়ে করোনা পরীক্ষার সুবিধা আরো বাড়িয়ে শনাক্তদের আলাদা করে চিকিৎসা সেবার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। যা নিয়ন্ত্রণে আনতে না পারলে হাসপাতালে রোগীর চাপের পাশাপাশি মৃত্যুও বাড়ার আশঙ্কা করছেন তারা।

স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি দ্রুত করোনার টিকা নেয়ার পরামর্শও বিশেষজ্ঞদের। এতে, করোনা হলেও গুরুতর অসুস্থ হওয়ার আশঙ্কা থাকে না বলছেন তারা।

স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি
করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
মানসিক স্বাস্থ্য বিষয়ক মনের খবর এর ভিডিও দেখুন: সুস্থ থাকুন মনে প্রাণে

“মনের খবর” ম্যাগাজিন পেতে কল করুন ০১৮ ৬৫ ৪৬ ৬৫ ৯৪
Previous articleএকজন মাদকাসক্ত ব্যক্তি অবশ্যই মানসিক রোগে আক্রান্ত
Next articleবিধিনিষেধ অমান্য করলে লকডাউনঃ স্বাস্থ্যমন্ত্রী

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here