প্রশ্নঃ
আমি কালাম ( ৩৩ ), বাড়ি চাঁদপুর। সামান্য কিছুতেই চমকে উঠি, হাত পা ঠাণ্ডা হয়ে ভয়ে বুক ধড়ফড় করে। ঘুমের মধ্যে ভয় পাই ও স্বপ্নে চিৎকার করি। ৪ বছর ধরে চিকিৎসা করে সমাধান হচ্ছেনা। এর সমাধানে কি করনীয়?
উত্তরঃ
অ্যাংজাইটি ডিস অর্ডারের ক্ষেত্রে এসব লক্ষন দেখা যায়। সাধারনত রোগীর সম্পর্কে বিস্তারিত তথ্য জানার পর যথাযথ সমাধান দেওয়া সম্ভব হয়। সমস্যাটির সমাধানে আপনি একজন মানসিক রোগ বিশেষজ্ঞর সাহায্য নিন। যদি আপাতত তা সম্ভব না হয় সে ক্ষেত্রে সকাল ও রাতে শিথিলকরন ব্যায়াম চর্চা করুন। প্রয়োজনে ইন্টারনেটের সাহায্য নিন, কীভাবে ব্যায়ামটি করতে হয়। সাথে কেবল রাতে ট্যাবলেট এপিক্লন (৫ মিগ্রা) এর একটির অর্ধেকাংশ সেবন করুন। তবে এ ওষুধ ৬ সপ্তাহের বেশি খাওয়া উচিত না। ধন্যবাদ।
আচমকা ভয় পাওয়া থেকে কীভাবে মুক্তি পেতে পারি?
Previous Articleএকাকীত্ব পছন্দদের বেশ কয়েকটি লক্ষন
Next Article মানসিক চাপ ও আত্মহত্যার গল্প

