জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৪ পালন

0
18
জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৪ পালন

বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৪ উপলক্ষে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের কনফারেন্স হলে একটি বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকালে প্রধান সড়ক প্রদক্ষিণ করে একটি বর্ণাঢ্য র‌্যালি দিয়ে দিনটির শুরু হয়। এরপর জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের কনফারেন্স হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ বছরের বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসের প্রতিপাদ্য বিষয় ছিল “কর্মস্থলে মানসিক স্বাস্থ্যকে অগ্রাধিকার দেওয়ার এখনই সময়”। অনুষ্ঠানের চেয়ারপারসন হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক কাম অধ্যাপক ডা. মো. আব্দুল্লাহ আল-মামুন। অনুষ্ঠানে বক্তা ছিলেন ডা. আনিকা বাশারত।জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৪ পালনআলোচনা সভায় কর্মস্থলে মানসিক স্বাস্থ্যের গুরুত্ব, এর অভাবের কারণে সৃষ্ট সমস্যা এবং সমাধানের উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষ করে কর্মচারীদের মানসিক চাপ কমানো, কর্মক্ষেত্রে স্বাস্থ্যকর পরিবেশ সৃষ্টি এবং মানসিক স্বাস্থ্য সম্পর্কিত সচেতনতা বৃদ্ধির ওপর জোর দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভাগের শিক্ষক, কর্মচারী এবং শিক্ষার্থীরা। এই আয়োজনটি কর্মক্ষেত্রে মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি মানসিক স্বাস্থ্যরক্ষার গুরুত্ব নতুনভাবে উপলব্ধি করতে সহায়ক ছিল।জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৪ পালন

আরও পড়ুন:

Previous articleবিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৪: ঢাকা মেডিকেল কলেজে র‌্যালি, আলোচনা সভা ও দিনব্যাপী বিশেষ মানসিক সেবা অনুষ্ঠিত
Next articleঅতিরিক্ত ডিভাইস ব্যবহারে শিশুরা দেরিতে কথা বলতে শেখে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here