সিজোফ্রেনিয়া নিয়ে বৃহ:বার রাতে মনের খবর ফেসবুক লাইভ

সিজোফ্রেনিয়া নিয়ে বৃহ:বার রাতে মনের খবর ফেসবুক লাইভ

মানসিক স্বাস্থ্য বিষয়ক মাসিক ম্যাগজিন ও অনলাইন পোর্টাল মনের খবর-এর নিয়মিত মাসিক আয়োজন মনের খবর ফেসবুক লাইভ এর নভেম্বর মাসের পর্বটি আগামীকাল ২২ নভেম্বর(বৃহ:বার) রাত ১১ টা থেকে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
এবারের ফেসবুক লাইভের বিষয় নির্ধারিত হয়েছে সিজোফ্রেনিয়া। সিজোফ্রোনিয়া বিষয়ে এদিন লাইভে কথা বলবেন ও সরাসরি দর্শকদের প্রশ্নের উত্তর দিবেন মনের খবর এর সম্পাদক ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় এর মনোরোগবিদ্যা বিভাগ এর চেয়ারম্যান মনোরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব।
উল্লেখ্য, প্রত্যেক মাসেই ফেসবুক লাইভের আয়োজন করে মনের খবর। যেখানে বিষয় ভিত্তিক আলোচনাসহ বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়া হয়।
ইতমধ্যেই দেশে বিদেশে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে এ অনুষ্ঠানটি।
ফেসবুক লাইভের ইভেন্ট লিংক: https://www.facebook.com/events/1964652416961353/
লাইভটি মনের খবর ফেসবুক পেজ: https://www.facebook.com/monerkhabor/ থেকে সরাসরি দেখা যাবে।
 

No posts to display

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here