জাতীয় মানসিক স্বাস্থ্য জরিপ-২০১৮ প্রণয়নের কাজ চলছে

0
59

অত্যন্ত গুরুত্ব ও দক্ষতার সাথে বাংলাদেশের মানসিক স্বাস্থ্যের উপর গবেষণাধর্মী জরিপ চলছে। আগামী বছরের মাঝামাঝি সময়ে জাতীয় মানসিক স্বাস্থ্য জরিপ-২০১৮ প্রকাশ করা হবে। গতকাল ২১ নভেম্বর (মঙ্গলবার) জাতীয় মানসিক স্বাস্থ্য ইস্টিটিউটে অনুষ্ঠিত ‘ওয়ারিয়েন্টেশন এ্যান্ড প্লানিং মিটিং অফ দ্যা রিসার্চ- ন্যাশনাল মেন্টাল হেলথ সার্ভে অফ বাংলাদেশ-২০১৮’ শীষর্ক সেমিনারে একথা জানিয়েছেন কর্তৃপক্ষ।
জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের কনফারেন্স হলে অনুষ্ঠিত সেমিনারে বক্তারা জানান, এই জরিপের মাধ্যমে বাংলাদেশের মানসিক স্বা্স্থ্য বিষয়ক সার্বিক চিত্র তুলে ধরা হবে। যেখানে বাংলাদেশের মানসিক স্বাস্খ সেবা, মানসিক রোগীর সংখ্যা, মানসিক রোগের ধরন, প্রচলিত কুসংস্কার সম্পর্কে পরিষ্কার ধারনা পাওয়া যাবে।
জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের মনোরোগ বিশেষজ্ঞ অধ্যাপক হেলাল উদ্দিন আহমেদ জানান, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট পরিচালিত জরিপটি বাস্তবায়নে সহযোগিতা করছে অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ বিভাগ, স্বাস্থ্য অধিদপ্তর। কারগরি সহায়তা প্রদান করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
অনুষ্ঠানটি জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের ডিরেক্টর অধ্যাপক ডা. ফারুক আলমের পরিচালনায় অনুষ্ঠিত হয়। সভায় , সরকারের ননকমিউকেবল ইউনিটের প্রতিনিধি এবং বিশ্বস্বাস্থ্য সংস্থার প্রতিনিধিগণ সহ ঢাকা, সিলেট, খুলনা, কুমিল্লা, চট্টগ্রাম, যশোর, পাবনা সহ দেশের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আসা দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের বিশেষজ্ঞ মনোরোগ বিশেষজ্ঞগণ উপস্তিত ছিলেন।
উপস্থিত সকলে বাংলাদেশর ভবিষ্যত মানসিক সেবার পরিকল্পনা তৈরিতে গবেষণার থেকে প্রাপ্ত ফালাফল গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন।

Previous articleপরীক্ষার নামে শিশুদের আনন্দ কেড়ে নেয়া হচ্ছে-অধ্যাপক ড. সিদ্দিকুর রহমান
Next articleসিজোফ্রেনিয়া নিয়ে বৃহ:বার রাতে মনের খবর ফেসবুক লাইভ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here