যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশের খ্যাতনামা মনোরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এনায়েতুল ইসলাম ইন্তেকাল করেছেন। গতকাল ০৪ জানুয়ারি তিনি করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।
তাঁর মৃত্যুতে বাংলাদেশের সাইকিয়াট্রি অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। প্রথিতযশা এই মনোচিকৎিসক এর মৃত্যুতে বাংলাদেশ অধ্যাপক ডা. মোহিত কামাল, অধ্যাপক ডা. ফারুক আলম. অধ্যাপক ডা. এম এস আই মল্লিক, অধ্যাপক ডা. বিগ্রেডিয়ার জেনারেল কামরুল হাসান প্রমুখ মনোরোগ বিশেষজ্ঞ শোকবার্তা প্রকাশ করেন।
কর্মজীবনে অধ্যাপক ডা. এনায়েতুল ইসলাম এস এস এম সি মিটফোর্ড হাসপাতাল এর সাইকিয়াট্রি বিভাগের প্রধান, সাবেক আইপিজিএম অ্যন্ড আর (পিজি হাসপাতাল) বর্তমান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মনোরোগবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি পাবনা মানসিক হাসপাতাল এর পরিচালক, মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের পরিচালক হিসেবেও সরকারি দায়িত্ব পালন করেন। অবসরে যাওয়ার পর তিনি যুক্তরাজ্যে প্রফেশনাল হিসেবে কাজ করছিলেন।
করোনায় স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি
করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
মানসিক স্বাস্থ্য বিষয়ক মনের খবর এর ভিডিও দেখুন: সুস্থ থাকুন মনে প্রাণে
https://youtu.be/WEgGpIiV6V8