রাগী মানুষদের বসবাস যেখানে

0
224

সম্প্রতি প্রকাশিত হয়েছে বার্ষিক ‘গ্যালাপ গ্লোবাল ইমোশনস রিপোর্ট’৷ প্রতিবেদনটি জানাচ্ছে, সারা বিশ্বে বাড়ছে রাগ, মানসিক চাপ ও চিন্তাগ্রস্ত মানুষের সংখ্যা৷
সমীক্ষা কী বলছে?
‘গ্যালাপ গ্লোবাল ইমোশনস রিপোর্ট’ প্রতি বছর প্রকাশিত হয় সারা বিশ্বে মানুষের রাগ ও মানসিক চাপের বর্তমান অবস্থা বিষয়ে৷ ২০১৯ সালের এই প্রতিবেদনের উদ্দেশ্যে ১৪০ দেশ থেকে মোট ১৫০,০০০ জনের সাক্ষাৎকার নেওয়া হয়৷ সমীক্ষায় দেখা গেছে, অংশগ্রহণকারীদের এক-তৃতীয়াংশ মানুষই ভোগেন মানসিক বিষাদ ও অতিরিক্ত রাগে৷
যে দেশে সবচেয়ে কম রাগীদের বাস
প্রতিবেদনে দেখা গেছে, বিশ্বের সব দেশের তুলনায় সবচেয়ে কম রাগজনিত সমস্যায় ভোগেন প্যারাগুয়ের মানুষ৷ তালিকায় থাকা পাঁচটি এমন দেশ, যেখানে মানুষ রাগ বা বিষাদে কম ভোগেন, সেগুলি হলো প্যারাগুয়ে, পানামা, গুয়াতেমালা, মেক্সিকো ও এল সালভাদোর৷
সবচেয়ে বেশি রাগী যে দেশে
অন্যান্য সব দেশকে পেছনে ফেলে আফ্রিকার দেশ চাড উঠে এসেছে সবচেয়ে বেশি রাগ ও বিষাদে ভোগা দেশের তালিকায়৷ তারপর রয়েছে নাইজার, সিয়েরা লিওন, ইরাক ও ইরান৷
কেমন ছিল প্রশ্ন
সমীক্ষায় সিদ্ধান্তে পৌঁছনোর জন্য ঠিক করা হয়েছিল কিছু প্রশ্নের তালিকা৷ তার মধ্যে ছিল, কয়েকটি মজার প্রশ্ন৷ যেমন ‘গতকাল আপনি কতবার হেসেছেন?’ বা ‘আপনার কি মন খারাপ’ ইত্যাদি৷
সমীক্ষার আগে…
সমীক্ষায় অংশগ্রহণকারীদের ৭১ শতাংশ মানুষই বলেন যে সাক্ষাৎকারের আগের দিন তাদের আনন্দে কেটেছে৷ কিন্তু উলটোদিকে বাড়ছে চিন্তাগ্রস্ত ও অবসাদে ভোগা মানুষের সংখ্যা৷
কারণ কী?
চাডসহ যে দেশগুলিতে রয়েছে খাদ্যাভাব বা সহিংসতা, সেই দেশগুলিতেই মানুষের রাগ ও অবসাদ হওয়ার প্রবণতা বেশি, জানাচ্ছে এই সমীক্ষা৷ রাগ বাদ দিয়ে যদি শুধু মানসিক চাপের দিকে নজর দেওয়া হয়, তাহলে শীর্ষে উঠে আসবে গ্রিস ও মার্কিন যুক্তরাষ্ট্র, যেখানে মানসিক চাপে ভোগেন যথাক্রমে ৫৯ ও ৫৫ শতাংশ মানুষ৷ যার কারণ হিসাবে দেখানো হচ্ছে বেকারত্ব ও অন্যান্য অর্থনৈতিক কারণ৷
সূত্র: ডয়চে ভেলে

Previous articleশিশুদের বিষণ্ণতা হতে পারে যেসব কারণে
Next articleমানসিক স্বাস্থ্যের নানা বিষয়ে সমৃদ্ধ মনের খবর মাসিক ম্যাগাজিনের অক্টোবর সংখ্যা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here