আমার স্ত্রী মিথ্যে কথা বলে !

যৌন ভীতি আপনার সঙ্গীকেও প্রভাবিত করতে পারে

সমস্যা: আমার স্ত্রী মাঝে মাঝে মিথ্যে কথা বলে, অনেকটা এরকম যে, কিছুদিন আগে আমাকে কোনো একটা কথা বললো কিন্তু তার কিছুদিন পর আবার সেটা অস্বীকার করলো। একবার রাগ করে তার বাবার বাড়ি চলে গেলো। আমার বাবা তাকে ফোন দিয়ে কুশল জিজ্ঞাসা করলো। কিছুক্ষণ কথা বলার পর আমার বাবাকে বললো, ‘বাবা আপনি আমাকে ফোন দিয়ে আর বিরক্ত করবেন না’। সপ্তাহখানেক বাদে আমার বাবা আবার ফোন দিয়ে বললো, ‘মাগো আর তো পারলাম না, নাতিটার আর তোমার শরীর কেমন? তোমরা ভালো আছো তো?” আমার স্ত্রী অস্বীকার করলো যে সে এমন কথা বলে নাই। এমন অনেক ঘটনা আছে। এমতাবস্থায় আমার করণীয় কি?
পরামর্শ:
আপনি আপনার সাথে আপনার স্ত্রী কি মিথ্যে কথা বলে তার উদাহরণ দেননি। আপনি যে উদাহরণটি দিয়েছেন তা মিথ্যা প্রমাণের জন্য যথেষ্ট নয়। এই ধরনের পরিস্থিতিতে রাগের মাথায় সে হয়তো এমন আরো অনেক কিছু বলে যা তার ইচ্ছাকৃত নয়, বরং আবেগপ্রবণ হয়ে কাকে কি বলতে হয় সে নিয়ন্ত্রণ তার থাকে না, আবার পরে সে সেটি ভুলে যায়। আপনার স্ত্রী কি রেগে গেলে নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন? সবসময়ই কি শুধু অভিযোগ করেন? অন্যকে দোষ দিয়ে কথা বলেন? এগুলোর উত্তর যদি হ্যাঁ হয় তাহলে আপনার স্ত্রী “পার্সোনালিটি ডিজঅর্ডার” নামক একটি মানসিক রোগে ভোগার সম্ভাবনা রয়েছে। এক্ষেত্রে তার দীর্ঘ মেয়াদী চিকিৎসার প্রয়োজন। আপনি আপনার স্ত্রীকে একজন মানসিক রোগ বিশেষজ্ঞ এবং দীর্ঘ মেয়াদী সাইকোথেরাপির জন্য একজন ক্লিনিক্যাল সাইকোলজিস্ট দেখাতে পারেন। আপনাকে ধন্যবাদ।
 

Previous articleদ্রুত বীর্যপাত ও প্রচলিত কথা
Next articleমানসিক রোগ নিয়ে ভ্রান্ত ধারণা কর্মক্ষেত্রেও প্রভাব ফেলে
সহকারী অধ্যাপক(ক্লিনিক্যাল সাইকোলজি) মনোরোগবিদ্যা বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here