মনোবল নষ্ট করি না:মুদি দোকানদার মোঃ হাসান

[int-intro]বিশ্বব্যাপী করোনার মহামারী চলছে। আর এই করোনাকালীন সময়ে অন্যান্য পেশার মানুষদের মত মুদি দোকানদারদেরও নানান সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, অনেক মানুষের সাথে মিশতে হচ্ছে। মুদি দোকানদারদের সচেতনতা, সমস্যা ও ভীতি বিষয়ে জানতে কথা হয় মিরপুরের দোকানী মোঃ হাসান এর সাথে-[/int-intro]

[int-qs]করোনা সংক্রমণ হতে নিজেকে কিভাবে রক্ষা করেন?[/int-qs] [int-ans name=”মোঃ হাসান”] করোনা থেকে রক্ষা পাইতে যতটুকু সম্ভব নিজে সাবধানে থাকার চেষ্টা করি। বাহিরে, দোকানে যতক্ষণ থাকি মাস্ক ব্যবহার করি। দোকানে স্যানিটাইজার রাখছি, কিছুক্ষণ পর পর হাতে ব্যবহার করি। বাহিরের কোন খাবার খাই না শুধু ঘরের খাবারই খাই। কোন কাজে কোথাও গেলে স্যানিটাইজার সাথে নিয়ে যাই। দূরত্ব বজায় রাইখা চলি, নিজে পরিস্কার – পরিচ্ছন্ন থাকার চেষ্টা করি আর অবসর সময়ে বাসার ভিতরেই থাকি, বাহিরে থাকি না।[/int-ans]

[int-qs]করোনার বিষয় সম্পর্কে কি জানেন?[/int-qs] [int-ans name=”মোঃ হাসান”] আজকে চার-পাঁচ মাস ধরে আমাদের দেশেও করোনায় দিন দিন আক্রান্ত হইতাছে। এই চার-পাঁচ মাস ধরে বাংলাদেশে করোনা প্রবেশ করায় অনেক ক্ষতিগ্রস্ত হইছি সবাই ও ক্ষতিগ্রস্ত হইতাছে। এটা থেকে ভালো থাকার চেষ্টা করতাছি। টিভিতে খবরে দেখতাছি, প্রতিদিন মানুষ আক্রান্ত হইতাছে, আক্রান্ত হওয়ার সংখ্যাও বাড়তাছে, মানুষ মরতেছে প্রতিদিন, আমাদের দেশেও আবার সারা বিশ্বেও, আবার সুস্থও হইতাছে।দিন দিন আক্রান্ত হওয়ার সংখ্যা যে বাড়তাছে সরকার ও চেষ্টা করতাছে আক্রান্ত হওয়ার সংখ্যা যাতে কম থাকে,অনেক কিছুই করতাছে সরকার। কিন্তু দিন দিন তো বাড়তাছেই। এখন আমরা নিজেরা সর্তকতা অবলম্বন করার চেষ্টা করতাছি আর কি।[/int-ans]

[int-qs]যদি করোনায় আক্রান্ত হয়ে যান তাহলে কখন কি করতে হবে, কোথায় যেতে হবে, কার সাহায্য নিবেন – এসব বিষয়ে কি কি জানেন?[/int-qs][int-ans name=”মোঃ হাসান”] এসব বিষয়ে জানি বলতে,আক্রান্ত হইলে আইডিসিআর এর হটলাইন নাম্বারে ফোন দিতে হইবো, আলাদা ঘরে থাকতে হইবো, স্বাস্থ্যবিধি মাইনা দূরত্ব বজায় রেখে চলতে হইবো। করোনা ভাইরাস হইলে যে ধরনের খাবার খাইতে হইবো ঐসব খাবার খাওয়া, ফলমূল, ভিটামিন-সি যুক্ত খাবার খাইতে হইবো, লেবু দিয়া রং চা বেশি বেশি খাইতে হইবো, গরম পানি খাইতে হইবো। বিশেষ কইরা যে ধরনের খাবার খাইলে এ রোগটা প্রতিরোধ করা যায় ঐ ধরনের খাবার খাইতে হইবো।[/int-ans]

[int-qs]করোনার এই সময়ে বেচাকেনা কেমন হয় আর সংসার চালাতে পারছেন কিনা? [/int-qs] [int-ans name=”মোঃ হাসান”] আগের থেকে অনেক খারাপ, বলার মতো না। তিন ভাগের এক ভাগ ও হয় না। বাসা ভাড়া, দোকান ভাড়া এসব এখন ঠিকমত দিতে পারতাছি না। কিছু টাকা জমানো ছিলো ঐসব দিয়ে এই কয়মাস ভাড়াগুলা চালাইছি, কিন্তু এরকম আরো কয়েকমাস চলতে থাকলে ব্যবসা বন্ধ করে দিয়ে গ্রামে চলে যাইতে হইবো। যে বেচাকিনা করি ইলেকট্রিক বিলের টাকাও আমাদের আসে না। এর মধ্যে বাসা ভাড়া, দোকান ভাড়া কোন কিছুতেই দশ টাকা ছাড় নাই। পুরাই লসের মধ্যে আছি। অন্য মানুষদের আর্থিক সমস্যার কারণেও তেমন কেউ জিনিসপত্র কিনতে আসে না। সংসারে নিজেরাও কম বাজার নিয়া কষ্ট করে চলতাছি। আমাদের তো বড় কোন ব্যবসা না, এখন চলতে অনেক কষ্টই হইতাছে।[/int-ans]

[int-qs]করোনা নিয়ে ভয় হয় কিনা আর আপনি সচেতন কিনা?[/int-qs] [int-ans name=”মোঃ হাসান”] ভয় তো কম বেশি হয়ই। কিন্তু ঘরে বসে তো আর থাকা যায় না, ব্যবসা তো করতেই হইবো। হ্যা, করোনা থেকে সাবধান আর সচেতন হয়াই চলার চেষ্টা করি। মনোবল নষ্ট করি না। মনে মনে নিজেরে সবসময় সচেতন থাকতে হইবো, সাবধানে থাকতে হইবো এসব ভেবে চলি।[/int-ans]

[int-qs]কতবছর ধরে দোকানদারি করছেন?[/int-qs] [int-ans name=”মোঃ হাসান”] ১৭ বছর হয়ে গেছে। করোনা আরো ছয় মাস থাকলে আর হয়তো ঢাকায় ব্যবসা করা যায়বো না।[/int-ans]

সাক্ষাৎকারটি গ্রহণ করেছেন সৈয়দা মুমতাহিনাহ্ সোনিয়া

মানসিক স্বাস্থ্য বিষয়ে চিকিৎসকের সরাসরি পরামর্শ পেতে দেখুন: মনের খবর ব্লগ
করোনায় মানসিক স্বাস্থ্য বিষয়ক টেলিসেবা পেতে দেখুন: সার্বক্ষণিক যোগাযোগ
করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
করোনায় সচেতনতা বিষয়ক মনের খবর এর ভিডিও বার্তা দেখুন: সুস্থ থাকুন সর্তক থাকুন

Previous articleঘরে বসে সন্তানের পড়াশোনায় মনোযোগ বাড়াতে যা করবেন
Next articleকরোনাভাইরাসে বিশ্বে ৩ হাজার স্বাস্থ্যকর্মীর মৃত্যু হয়েছে: অ্যামনেস্টি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here