‘সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে’ এ মূলমন্ত্রকে লালন করে নরসিংদীর রায়পুরায় তারুণ্য সমাজ কল্যাণ সংস্থা নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের অর্থায়নের ১১ জন হতদরিদ্র শারীরিক প্রতিবন্ধী পেল হুইল চেয়ার।
গতকাল সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টায় রায়পুরা বাজারস্থ সংস্থা কার্যালয়ের সামনে পৌর মেয়র জামাল মোল্লা, সমাজ সেবক মো. রতন মিয়া, দানা মিয়া, শাহিন মোল্লার উপস্থিতে শারীরিক প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন তারুণ্য সমাজ কল্যাণ সংস্থার সভাপতি মো. শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক তানভীর সাঈদ, কোষাধ্যক্ষ অহিদুজ্জামান অতুল, আলহাজ রাজিব মিয়া, সাংগঠনিক সম্পাদক মাহাবুর রহমান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সেলিম মিয়া, কার্যকরী সদস্য মাহিনুর রহমান, মামুন মোল্লা, চেক প্রবাসী ফারুক ভান্ডারী, আসাদুজ্জামান মামুন, আলী রাব্বানী, হাবিবুর রহমান, মির্জা আলী, গোলাম মাওলা স্বপন, আব্দুল্লাহ্ আল মাহির।
শারীরিক প্রতিবন্ধী রাসেলের মা মর্জিনা বেগম বলেন, বয়সের অনুপাতে আমার ছেলের শারীরিক বিকাশ ঘটেনি। তাই হাঁটা-চলাও করতে পারে না। অর্থের অভাবে এতদিন ছেলেকে একটি হুইল চেয়ার কিনে দিতে পারিনি। তারুণ্য সমাজ কল্যাণ সংস্থার দেওয়া হুইল চেয়ারের বসে আমার ছেলে এখন চলাফেরা করতে পারবে।
তারুণ্য সমাজ কল্যাণ সংস্থার কার্যকরী সদস্য রাজিব মিয়া বলেন, স্বেচ্ছাসেবী এ সংস্থাটি প্রতিষ্ঠার পর থেকেই সামাজিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। যেমন, পরিচ্ছন্নতা অভিযান, অসুস্থ রোগীদের অনুদান, শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ প্রদান অন্যতম। সর্বশেষ আমরা শারীরিক প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করেছি। তিনি আরো বলেন, এ কার্যক্রম ভবিষতেও অব্যহত থাকবে।