এবারে আসি আপনার বর্তমান সমস্যার দিকে। যৌন সমস্যার চিকিৎসার জন্য আপানার সবগুলো বিষয় নতুন করে যাচাই বাছাই করতে হবে। সমস্যাটি কি শুধুই আগের চিকিৎসার কারনে নাকি অন্য কোনো সমস্যা আছে সেটা দেখতে হবে। পরীক্ষা নিরীক্ষাও করাতে হতে পারে। যৌন সমস্যার অনেকগুলো দিক আছে আপনার সমস্যাটি কেমন সেটাও দেখতে হবে।
যৌন সমস্যার জন্য কি ধরনের চিকিৎসক দেখান জানিনা। আমাদের দেশে এ নিয়ে অনেক বিভ্রান্তি আছে। মনোরোগ বিশেষজ্ঞই দেখাবেন। তাহলে দাড়ালো দুটি বিষয়। এক, আগের রোগের চিকিৎসা নতুন করে এসেস করান এবং ওষুধ প্রয়োজন কিনা দেখুন। দুই, যৌন সমস্যার জন্য সরাসরি যোগাযোগ করুন।[/vc_message]
ইতি,
প্রফেসর ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
চেয়ারম্যান ও অধ্যাপক – মনোরোগবিদ্যা বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়।
সেকশন মেম্বার – মাস মিডিয়া এন্ড মেন্টাল হেলথ সেকশন অব ‘ওয়ার্ল্ড সাইকিয়াট্রিক এসোসিয়েশন’।
কোঅর্ডিনেটর – সাইকিয়াট্রিক সেক্স ক্লিনিক (পিএসসি), মনোরোগবিদ্যা বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়।
সাবেক মেন্টাল স্কিল কনসাল্টেন্ট – বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট টিম।
সম্পাদক – মনের খবর।