‘বিশ্ব আত্নহত্যা প্রতিরোধ দিবস-২০১৯’ উপলক্ষে মানববন্ধন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষক-শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয়ের ছাত্র-নির্দেশনা ও পরামর্শদান দফতরের উদ্যোগে বুধবার (১১ সেপ্টেম্বর) অপরাজেয় বাংলার পাদদেশে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।
আরও উপস্থিত ছিলেন-ছাত্র-নির্দেশনা ও পরামর্শদান দফতরের পরিচালক অধ্যাপক ড. মেহ্জাবীন হকসহ বিভিন্ন সংগঠন, বিভাগ এবং ইনস্টিটিউটের শিক্ষক ও শিক্ষার্থীরা।
এসময় প্রধান অতিথি শিক্ষার্থীসহ অন্যান্যদের আত্মহত্যার না করার বিষয়ে নানা পরামর্শ দেন।
তিনি বলেন, মানুষের জীবনে সমস্যা থাকবেই। তাই বলে আত্মহত্যা কোনো সমাধান নয়। তাই সংশ্লিষ্টদের এ ব্যাপারে সতর্ক থাকতে হবে।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, যেকোনো সমস্যায় পড়লে তোমরা বন্ধ-সহপাঠীদের শেয়ার করবা। শিক্ষকদের বলবা। এতে তারা তোমার মানসিকদৃঢ়তা ফিরিয়ে আনতে সহায়তা করবে।
What's Hot
আত্নহত্যা প্রতিরোধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মানববন্ধন
Previous Articleআত্মহত্যা প্রতিরোধ দিবসে সাইক্লিং এরাউণ্ড ঢাকা ক্যাম্পেইন
Next Article বিভিন্ন সংগঠনের আত্মহত্যা প্রতিরোধ দিবস পালন