আত্নহত্যা প্রতিরোধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মানববন্ধন

0
18

‘বিশ্ব আত্নহত্যা প্রতিরোধ দিবস-২০১৯’ উপলক্ষে মানববন্ধন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষক-শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয়ের ছাত্র-নির্দেশনা ও পরামর্শদান দফতরের উদ্যোগে বুধবার (১১ সেপ্টেম্বর) অপরাজেয় বাংলার পাদদেশে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।
আরও উপস্থিত ছিলেন-ছাত্র-নির্দেশনা ও পরামর্শদান দফতরের পরিচালক অধ্যাপক ড. মেহ্জাবীন হকসহ বিভিন্ন সংগঠন, বিভাগ এবং ইনস্টিটিউটের শিক্ষক ও শিক্ষার্থীরা।
এসময় প্রধান অতিথি শিক্ষার্থীসহ অন্যান্যদের আত্মহত্যার না করার বিষয়ে নানা পরামর্শ দেন।
তিনি বলেন, মানুষের জীবনে সমস্যা থাকবেই। তাই বলে আত্মহত্যা কোনো সমাধান নয়। তাই সংশ্লিষ্টদের এ ব্যাপারে সতর্ক থাকতে হবে।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, যেকোনো সমস্যায় পড়লে তোমরা বন্ধ-সহপাঠীদের শেয়ার করবা। শিক্ষকদের বলবা। এতে তারা তোমার মানসিকদৃঢ়তা ফিরিয়ে আনতে সহায়তা করবে।

Previous articleআত্মহত্যা প্রতিরোধ দিবসে সাইক্লিং এরাউণ্ড ঢাকা ক্যাম্পেইন
Next articleবিভিন্ন সংগঠনের আত্মহত্যা প্রতিরোধ দিবস পালন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here