‘সচেতনতা বৃদ্ধি ও ট্রিটমেন্ট গ্যাপ সেতুবন্ধন’ শীর্ষক প্রতি পাদ্য নিয়ে ভারতের পশ্চিমবঙ্গে সম্পন্ন হয়েছে ওয়ার্ল্ড সাইকিয়াট্রিক অ্যাসোসিয়েশনের (ডব্লিউপিএ) আঞ্চলিক কংগ্রেস-২৩।
কংগ্রেসে মানসিক স্বাস্থ্যে মিডিয়ার ভূমিকা নিয়ে ‘মানসিক স্বাস্থ্যের চ্যালেঞ্জ মোকাবেলায় মিডিয়া’ শীর্ষক গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন মনের খবর সম্পাদক ও ডব্লিউপিএ’র মিডিয়া বিভাগের সেকশন মেম্বার অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব।
বাংলাদেশ এসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টস (বিএপি) এর শীর্ষ নেতৃবৃন্দসহ বিশেষ একটি দল এ সম্মেলনে অংশগ্রহণ করেছেন।
এতে সম্মানিত আমন্ত্রিত অতিথি হিসেবে বাংলাদেশ এসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টস এর সদ্যবিদায়ী সভাপতি ও সার্ক সাইকিয়াট্রিক ফেডারেশনের ট্রেজারার, অধ্যাপক ডা. ওয়াজিউল আলম চৌধুরী, নবনির্বাচিত সভাপতি বি.জে (অব.) অধ্যাপক ডা. মো. আজিজুল ইসলাম, সাধারণ সম্পাদক ডা. তারিকুল আলম, নির্বাহী সদস্য, ডা. হেলাল উদ্দিন আহমেদ প্রমুখ।
এছাড়াও সম্মেলনে অংশ নিয়েছেন অধ্যাপক ডা. ঝুনু শামসুন নাহার, অধ্যাপক ডা. সুলতানা আলগিন, ডা. সিফাত-ই সাঈদ প্রমুখ।
কোলকাতার হোটেল আইটিসি রয়েল বেঙ্গলে ১৪, ১৫ ও ১৬ এপ্রিল তিনদিন ব্যাপী এ কংগ্রেস অনুষ্ঠিত হয়।
সম্মেলনে সার্কভুক্ত দেশসমূহ থেকে মনোরোগ বিশেষজ্ঞ চিকিৎসকগণ অংশগ্রহণ করেন। তিন দিনব্যাপী এ সম্মেলনে সভা, সেমিনার, গবেষণা উপস্থাপন, সাংস্কৃতিক অনুষ্ঠান, বিতর্ক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। দক্ষিণ এশীয় অঞ্চলের (সার্কভুক্ত) দেশসমূহের মনোরোগ বিশেষজ্ঞদের অংশগ্রহণে আন্তর্জাতিক এ কংগ্রেসে বাংলাদেশ থেকেও প্রতিনিধিদল অংশগ্রহণ করেন।
কংগ্রেসের দ্বিতীয় দিন একাডেমি অফ ফাইন আর্টস থেকে ‘মানসিক স্বাস্থ্যের জন্য হাঁটা‘ শীর্ষক ওয়াকথন অনুষ্ঠিত হয়। অর্গানাইজিং চেয়ারপারসন ও সার্ক সাইকিয়াট্রিক ফেডারেশনের সভাপতি ডা. গৌতম সাহার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, ওয়ার্ল্ড সাইকিয়াট্রিক অ্যাসোসিয়েশনের (ডব্লিউপিএ) সভাপতি অধ্যাপক ডা. আফজাল জাভেদ।
এছাড়াও উপস্থিত ছিলেন, অর্গানাইজিং চেয়ারপারসন ডা. এডমন্ড পাই, বৈজ্ঞানিক কমিটির চেয়ারম্যান ডা. জি প্রসাদ রাও, বৈজ্ঞানিক কমিটির চেয়ারপারসন ডা. পিচেট উদোমরত্ন এবং অভিনেত্রী ও বিধানসভার সদস্য নুসরাত জাহান।
তিনদিন ব্যাপী আন্তর্জাতিক এ কংগ্রেসে- সেমিনার, সিম্পোজিয়াম ও কর্মশালা অনুষ্ঠিত হবে। এতে বাংলাদেশ, ভারত, নেপাল, ভূটান, শ্রীলঙ্ক, আফগানিস্তান, মালদ্বীপ ও পাকিস্তান থেকে মনোরোগ বিশেষজ্ঞগণ এই অংশগ্রহণ করেন।
/এসএস/মনেরখবর/