বিএপি’র ৩০তম বার্ষিক সম্মেলন সম্পন্ন

বাংলাদেশ এসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টস- (বিএপি) এর ৩০তম বার্ষিক সাধারণ সভা ও বৈজ্ঞানিক সেমিনার সম্পন্ন হয়েছে।

২০ ডিসেম্বর মঙ্গলবার বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে এ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে মনোমুগ্ধকর সাংস্কৃতিক সন্ধায় সংগীত ও নৃত্য পরিবেশন করেন প্রখ্যাত সংগীত শিল্পী ও বিভিন্ন কলাকুশলীরা।

বাংলাদেশ এসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টস (বিএপি) এর সদ্য বিদায়ী সভাপতি অধ্যাপক ডা. ওয়াজিউল আলম চৌধুরীর সভাপতিত্বে বিএপির প্রতিষ্ঠাতা সভাপতি ও এনআইএমএইচের প্রতিষ্ঠাতা পরিচালক অধ্যাপক ডা. হেদায়েতুল ইসলাম, অধ্যাপক ডা. আব্দুস সোবহান, অধ্যাপক ডা. এ এইচ এম মোস্তাফিজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

সভায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএপির সাবেক সভাপতি, এনআইএমএইচের অন্যতম প্রতিষ্ঠাতা ও সাবেক পরিচালক, বিশিষ্ট কথাসাহিত্যিক অধ্যাপক ডা. আনোয়ারা বেগম (আনোয়ারা সৈয়দ হক), পাবনা মানসিক হাসপাতালের সাবেক পরিচালক, অধ্যাপক ডা. সৈয়দ মাহফুযুল হক ও এনডিডি সুরক্ষা ট্রাস্টের (এনডিডিপি) চেয়ারম্যান অধ্যাপক ডা. গোলাম রব্বানী। এছাড়া ধন্যবাদসূচক বক্তব্য রাখেন, সাইনোভিয়া ফার্মার মার্কেটিং অফিসার মোহাম্মাদ সুমন মহসিন।

মঞ্চে উপস্থিত অতিথি ও নবনির্বাচিত সদস্যগণ

বিকেল ৪টায় বিএপির সাইন্টিফিক সেক্রেটারী ডা. মো. জিল্লুর রহমান খান এর স্বাগত বক্তব্যে সম্মেলনের আনুষ্ঠানিকতা শুরু হয়। সেমিনারের শুরুতেই গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলজের সাইকিয়াট্রিস্টস ডা. রেদওয়ানা হোসাইন।

উপস্থাপিত প্রবন্ধের ওপর এক্সপার্ট প্যানেলে আলোচনা করেন, অধ্যাপক ডা. জোতির্ময় রায়, অধ্যাপক ডা. আব্দুল্লাহ আল মামুন হোসাইন, অধ্যাপক ডা. দিপেন্দ্র নারায়ণ দাস, ডা. এস এম ফরিদুজ্জামান।

সেমিনারে সদ্য বিদায়ী সভাপতিকে বিশেষ সম্মাননো জানানো হয়

বিকেল সাড়ে পাঁচটায় অনুষ্ঠিত হয় ৩০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম)। সভা শেষে ২০২৩-২৪ সেশনের নতুন কমিটি ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ডা. মোহাম্মাদ আহসানুল হাবিব।

সদ্য ঘোষিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন বিদায়ী কমিটির সহসভাপতি ও ইউএস বাংলা মেডিক্যাল কলেজের প্রিন্সিপাল ব্রি.জে. (অবঃ) অধ্যাপক ডা. মো. আজিজুল ইসলাম এবং পুনরায় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন এনআইএমএইচ এর সহযোগী অধ্যাপক ও উপ-পরিচালক, ডা. তারিকুল আলম। নবনির্বাচিত সভাপতি এসময় শুভেচ্ছা বক্তব্য রাখেন।

পূর্ণাঙ্গ কমিটির তালিকা দেখতে এখানে ক্লিক করুন

সদ্যা বিদায়ী সভাপতি অধ্যাপক ডা. ওয়াজিউল আলম চৌধুরীর সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে সন্ধা সাড়ে ৭টায় এজিএমের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। অনুষ্ঠান সঞ্চালনা ও সার্বিক তত্ত্ববধান করেন বিএপির সাধারণ সম্পাদক, এনআইএমএইচ এর সহযোগী অধ্যাপক ও উপ-পরিচালক, ডা. তারিকুল আলম।

/এসএস/মনেরখবর/

Previous articleবিএপির নতুন পূর্ণাঙ্গ কমিটির দায়িত্ব গ্রহণ
Next articleডায়াবেটিস : জাতীয় ও আন্তর্জাতিক প্রেক্ষাপট শীর্ষক অনুষ্ঠান

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here