বাংলাদেশি ক্রিকেটারদের মনোবিদ দেখানো দরকার : ওয়াসিম আকরাম

0
107
কেকেআরে ওয়াসিম আকরাম ও সাকিব আল হাসান

বাংলাদেশি ক্রিকেটারদের মনোরোগ বিশেষজ্ঞের শরনাপন্ন হওয়া উচিত বলে মন্তব্য করেছেন কিংবদন্তি পাকিস্তানি পেসার ওয়াসিম আকরাম।

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের বাংলাদেশ দলের তীরে এসে তরী ডুবানোর জন্য বিভিন্ন ঘটনাকে দায় না দিয়ে তিনি বরং বাংলাদেশ তথা টিম ম্যানেজমেন্টকেই দায়ী করছেন।

ওয়াসিম আকরাম বলছেন, ‘বাংলাদেশ দলকে তাদের নিজেদেরই দায় নিতে হবে, তাদের নেয়াও উচিত। যদি আমি বাংলাদেশ দলের অধিনায়ক বা কোচ হতাম, তবে আমি দলের সবাইকে মনোবিদ দেখানো নিশ্চিত করতাম’।

কিংবদন্তি এ ক্রিকেটার আরো বলেন, আন্তর্জাতিক পর্যায়ে যখন আপনি দেখবেন একজন নির্দিষ্ট বোলার বল করতে আসছে এবং আপনি জানেন যে প্রতিপক্ষ অধিনায়ক তাকে উইকেট নেওয়ার জন্য বোলিংয়ে এনেছে, তখন আপনি শট খেলতে পারেন না। কেবল ওই নির্দিষ্ট ওভারগুলোতে স্ট্রাইক অদলবদল করতে হবে। কিন্তু বাংলাদেশের খেলোয়াড়রা মনস্থির করলো তারা তাকে ও কেবল শাহীনকে মেরে খেলবে।

কিংবদন্তি পাকিস্তানি পেস বোলার ওয়াসিম আকরাম

সেমিফাইনাল নিশ্চিতের লড়াইয়ে রোববার পাকিস্তানের কাছে ৫ উইকেটে হেরে যাওয়ার পেছনে অনেকে সাকিব আল হাসানকে আম্পায়ারের ভুল আউট দেয়াকে কারণ হিসেবে দেখানোর চেষ্টা পাকিস্তানের স্পোর্টস চ্যানেল ‘এ স্পোর্টস’র এক আলোচনায় তিনি এসব কথা বলেন।

হাফসেঞ্চুরি করার পর নাজমুল হোসেন শান্তর আউট হওয়ার ধরনের সমালোচনা করে আকরাম বলেন, ২৪ বছর বয়সী বাঁহাতি ব্যাটসম্যান ৫৪ রান করে ইফতিখার আহমেদের কাছে বোল্ড হন। শান্তর যখন ৫৪ রান ছিল, তখন সবকিছু ভালো অবস্থায় ছিল। তাদের স্কোর ছিল ২ উইকেটে ৭৩। আমি ভেবেছিলাম তারা ১৬০ করবে। কিন্তু তারপরই শান্ত ইফতিখারের বলে অদ্ভুত শট খেলতে গিয়ে বোল্ড হলো। যদি সিঙ্গেলও নিতে থাকতো, তাহলেও তো স্কোর সহজেই ১৫৫ হতো।

/এসএস/

Previous articleশিশুর মোবাইল-টিভি আসক্তি কখন, কীভাবে বুঝবেন?
Next articleঅমনোযোগীতা ও মৃত্যু ভয় তাড়া করছে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here