বিশ্ব সিজোফ্রেনিয়া দিবস উপলক্ষ্যে মনের খবরের বিশেষ আয়োজন

প্রতি বছর ২৪ মে সিজোফ্রেনিয়া দিবস হিসেবে পালিত হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে, বিশ্বের প্রায় ২ কোটি ৬০ লক্ষেরও বেশি মানুষ সিজোফ্রেনিয়া রোগে আক্রান্ত। বিভিন্ন সমীক্ষায় দৃষ্ট হয়েছে যে, বাংলাদেশে সিজোফ্রেনিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে; বাংলাদেশের প্রায় ১৩ লক্ষ (০.২৪%) লোক সিজোফ্রেনিয়ায় আক্রান্ত। সিজোফ্রেনিয়া দিবস উপলক্ষে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মনের খবর টিভিতে চারটি ওয়েবিনার সম্প্রচারিত হবে।

বাংলাদেশ এসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টস (বিএপি) এর উদ্যোগে আয়োজিত ওয়েবিনারটির এবারের প্রতিপাদ্য: সামাজিক সহানুভূতির শক্তিকে উজ্জীবিত করি (Celebrating the Power of Community Kindness)। ২৪ মে (বুধবার), রাত ১০:১৫ মিনিটে মনের খবর টিভি এর অফিসিয়াল ফেইসবুক পেইজে ওয়েবিনারটি সরাসরি সম্প্রচারিত হবে। উক্ত, ওয়েবিনারটিতে সাইন্টেফিক পার্টনার হিসেবে স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড এবং মিডিয়া পার্টনার হিসেবে থাকবে মনের খবর টিভি।   

বাংলাদেশ এসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টস (বিএপি) এর উদ্যোগে আয়োজিত ওয়েবিনার ২৪ মে (বুধবার), রাত ১০:১৫ মিনিটে মনের খবর টিভিতে সম্প্রচারিত হবে

বাংলাদেশ এসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টস (বিএপি) এর উদ্যোগে আয়োজিত ওয়েবিনারে সভাপতিত্ব করবেন, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) অধ্যাপক ডা. মো. আজিজুল ইসলাম, সভাপতি, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টস। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ডা. গৌতম সাহা, সভাপতি, সার্ক সাইকিয়াট্রিক ফেডারেশন। বিশেষজ্ঞ আলোচক হিসেবে উপস্থিত থাকবেন, অধ্যাপক. ডা. মোহিত কামাল, সাবেক পরিচালক, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতাল; অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার, পরিচালক, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতাল; অধ্যাপক ডা. নাহিদ মাহজাবিন মোরশেদ, সভাপতি, মনোরোগবিদ্যা বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়; ডা. শাফকাত ওয়াহিদ, পরিচালক, মানসিক হাসপাতাল, পাবনা; ডা. নাসিম জাহান, সহযোগী অধ্যাপক, মনোরোগবিদ্যা বিভাগ, বারডেম জেনারেল হাসপাতাল। কি-নোট স্পিকার হিসেবে উপস্থিত থাকবেন ডা. তাইয়েব ইবনে জাহাঙ্গীর, সহকারী অধ্যাপক, মনোরোগবিদ্যা বিভাগ, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতাল। ওয়েবিনারটি সঞ্চালনা করবেন, ডা. সুস্মিতা সরকার, এমবিবিএস, এমসিপিএস (সাইকিয়াট্রি), জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতাল।

‘মনের খবর’ আয়োজিত ওয়েবিনারসমূহের এবারের প্রতিপাদ্য বিষয়, “সামাজিক সহানুভূতির শক্তিকে উজ্জীবিত করি। ২৩ মে (মঙ্গলবার), রাত ১০:০০ মিনিটে মনের খবর টিভি এর অফিসিয়াল ফেইসবুক পেইজে সরাসরি সম্প্রচারিত ওয়েবিনারটিতে সাইন্টেফিক পার্টনার হিসেবে আছে ইউনিমেড ইউনিহেলথ ফার্মাসিউটিক্যালস লিমিটেড (Unimed UniHealth Pharmaceuticals)।

২৪ মে (বুধবার), রাত ০৮:৩০ মিনিটে মনের খবর টিভি এর অফিসিয়াল ফেইসবুক পেইজে সরাসরি সম্প্রচারিত ওয়েবিনারটিতে সাইন্টেফিক পার্টনার হিসেবে আছে বীকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড (Beacon Pharmaceuticals Limited)।

২৪ মে (বুধবার), রাত ০৯:৩০ মিনিটে মনের খবর টিভি এর অফিসিয়াল ফেইসবুক পেইজে সরাসরি সম্প্রচারিত ওয়েবিনারটিতে সাইন্টেফিক পার্টনার হিসেবে আছে জেনারেল ফার্মাসিউটিক্যালস লিমিটেড (General Pharmaceuticals Ltd.)।

মনের খবর টিভিতে সরাসরি সম্প্রচারিত ওয়েবিনারসমূহ দেখতে চোখ রাখুন:মনের খবর টিভির ফেসবুকে পেজে। ক্লিক করুন এখানে

উল্লেখ্য, মনের খবর বাংলা ভাষায় প্রকাশিত মানসিক স্বাস্থ্য বিষয়ক পূর্ণাঙ্গ মাসিক ম্যাগাজিন এবং প্রথম বাংলা অনলাইন পোর্টাল। ২০১৪ সালে অনলাইন পোর্টাল যাত্রা শুরু পর ২০১৭ সালের ডিসেম্বরে উদ্বোধনী সংখ্যা প্রকাশের মধ্য দিয়ে মনের খবর প্রিন্ট ম্যাগাজিন (মাসিক) যাত্রা শুরু করে। সুস্থ থাকুন মনে প্রাণে।

Previous articleযুব মানসিক স্বাস্থ্যের উপর ওয়ার্ল্ড ফেডারেশন ফর মেন্টাল হেলথ এশিয়া প্যাসিফিকের সেমিনার
Next articleবিশ্ব সিজোফ্রেনিয়া দিবস উপলক্ষ্যে বিএপি এর উদ্যোগে ওয়েবিনার অনুষ্ঠিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here