যুব মানসিক স্বাস্থ্যের উপর ওয়ার্ল্ড ফেডারেশন ফর মেন্টাল হেলথ এশিয়া প্যাসিফিকের সেমিনার

ওয়ার্ল্ড ফেডারেশন ফর মেন্টাল হেলথ এশিয়া প্যাসিফিকের সেমিনার

কেরালার পুষ্পগিরি ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস, থিরুভাল্লা-তে ৩রা মে ২০২৩ খ্রিস্টাব্দে ন্যাশনাল অ্যালায়েন্স ফর মেন্টাল হেলথ- ইন্ডিয়ার সহযোগিতায় যুব মানসিক স্বাস্থ্যের উপর ওয়ার্ল্ড ফেডারেশন ফর মেন্টাল হেলথ (WFMH) এশিয়া প্যাসিফিকের সেমিনার আয়োজিত হয়েছে।

ওয়ার্ল্ড ফেডারেশন ফর মেন্টাল হেলথ এশিয়া প্যাসিফিকের ভাইস প্রেসিডেন্ট রায় এ কালিভায়ালিল প্রধান বক্তা হিসেবে এই সেমিনারে বক্তৃতা প্রদান করেন। বক্তৃতায় তিনি বলেন, ১০-১৯ বছর বয়সী সাতজন কিশোর-কিশোরীর মধ্যে একজনের মানসিক স্বাস্থ্য সমস্যা রয়েছে। বিপুল সংখ্যক কিশোর-কিশোরীর হতাশা, উদ্বেগ এবং অন্যান্য আচরণগত ব্যাধি রয়েছে, যা পরিণত বয়স পর্যন্ত বয়ে বেড়াতে হয়। এশিয়া-প্যাসিফিক অঞ্চলে জনসংখ্যার মধ্যে অধিকাংশ তরুণ। উদাহরণস্বরূপ, ভারতের জনসংখ্যার ১/৫ জন ১০-১৯ বছর বয়সী এবং ১/৩ জন ১০-২৪ বছর বয়সী। কাজেই, যুব মানসিক স্বাস্থ্যের প্রতি আমাদের অগ্রাধিকার দেওয়া প্রয়োজন।

ডাঃ জয়েস জিও (সহযোগী অধ্যাপক), ডাঃ শ্রী লিজা ভার্গিস, ডাঃ সৌম্য পি থমাস, ডাঃ ডেরিক জনসন, মিঃ বিজয়লাল বিজয়ন, ডাঃ আশা মারিয়া ডেভিস, ডাঃ নয়না পি অ্যান্টনি- হাউস সার্জন, টিনসা মারিয়া সিবি- এমবিবিএস শিক্ষার্থী, মহিমা জর্জ, রিয়া সুরেশ কুমার, ডাঃ লিয়াকাথ এবং ডঃ চিন্নু মেরি চাকো প্রমুখের উপস্থিতি এবং অন্যান্য প্রতিনিধিদের প্রাণবন্ত অংশগ্রহণে যুব মানসিক স্বাস্থ্যের উপর ওয়ার্ল্ড ফেডারেশন ফর মেন্টাল হেলথ এশিয়া প্যাসিফিকের সেমিনার সমাপ্ত হয়।

মনের খবর ম্যাগাজিনের প্রিন্ট পিডিএফ পেতে- ক্লিক করুন।

Previous articleঘুম না আসার প্রকৃত কারণ জেনে নিন
Next articleবিশ্ব সিজোফ্রেনিয়া দিবস উপলক্ষ্যে মনের খবরের বিশেষ আয়োজন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here