‘প্রয়োজন ছাড়া কখনো মুঠোফোন ব্যবহার করা উচিত নয়’ অধ্যাপক ডা. কাওসার

অধ্যাপক ডা. কাওসার আহমদ সহ অন্যান্য অতিথিরা। ছবি : প্রথম আলো।

‘মুঠোফোনের আসক্তি অনেক সময় মাদকাসক্তির কারণ হতে পারে। যে কারণে প্রয়োজন ছাড়া কখনো মুঠোফোন ব্যবহার করা উচিত নয়’ বলে মন্তব্য করেছেন, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মনোরোগবিদ্যা বিভাগের প্রধান অধ্যাপক ডা. কাওসার আহমদ।

‘শোবার সময় কখনোই কেউ যেন বিছানায় মুঠোফোন নিয়ে না যায়’ এমন আহ্বান জানিয়ে তিনি বলেন, সিগারেট হচ্ছে মাদকাসক্তির প্রথম সিঁড়ি। কাজেই জীবনের শুরু থেকেই সচেতন থাকতে হবে যেন কেউ ধূমপানে আসক্ত না হয়। ধূমপানের আসক্তি এড়াতে নিজের মনোবল শক্ত রাখতে হবে। কখনো কোনো বন্ধুর অনুরোধেও যেন কেউ কখনো ধূমপান না করে।

সোমবার (১৭ অক্টোবর) সকালে প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে আয়োজিত ময়মনসিংহ কমার্স কলেজে অনুষ্ঠিত মাদকবিরোধী পরামর্শ সভায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। সভায় কলেজের উচ্চমাধ্যমিক প্রথম বর্ষ ও দ্বিতীয় বর্ষের ৩০০ শিক্ষার্থী এ সভায় উপস্থিত ছিল।

প্রথম আলো বন্ধুসভার সহসভাপতি সাদিকুল ইসলাম স্বাগত বক্তব্যে বেলা ১১টায় সভা শুরু হয়।। সাদিকুল ইসলাম উপস্থিত শিক্ষার্থীদের ‘মাদককে না’ বলার শপথ করান।

এরপর বক্তব্য দেন ময়মনসিংহ কমার্স কলেজের অধ্যক্ষ এখলাস উদ্দিন খান। এছাড়াও বক্তব্য রাখেন, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মনোরোগবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক পলাশ রায়।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখছেন, মনোচিকিৎসক ডা. পলাশ রায়। ছবি : প্রথম আলো

সহকারী অধ্যাপক ডা. পলাশ রায় বলেন, ‘পরীক্ষার রেজাল্ট ভালো না হওয়া বা অন্য কোনো কারণে মন খারাপ হলে কখনো একা থাকা উচিত নয়। বরং বন্ধু বা পরিবারের সদস্যের সঙ্গে মন খারাপের কারণ ভাগাভাগি করতে হয়। তারপরও যদি ১৫ দিনের মধ্যে মন খারাপের অবস্থা ঠিক না হয়, তাহলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে’।

সভায় মাদকের কুফল ও মাদকাসক্তির কারণে সৃষ্ট মনোরোগের বিষয়ে কথা বলেন বিশেষজ্ঞরা। শিক্ষার্থীদের প্রশ্নোত্তর পর্ব সঞ্চালনা করেন প্রথম আলো ট্রাস্টের সমন্বয়কারী মাহবুবা সুলতানা।

উপস্থিত শিক্ষার্থীরা দুজন চিকিৎসকের উদ্দেশে নিজেদের নানা প্রশ্ন লিখে জমা দেন। প্রথম আলো ট্রাস্ট সমন্বয়ক মাহবুবা সুলতানা চিকিৎসক কাওসার আহমদ ও পলাশ রায়ের মাধ্যমে এসব প্রশ্নের উত্তর পরবর্তীতে কলেজের নোটিশ বোর্ডে টাঙিয়ে বা অন্য কোনো ব্যবস্থায় শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেওয়ার কথা জানান।

এ সভায় আরও উপস্থিত ছিলেন, প্রথম আলো ট্রাস্টের সহকারী প্রোগ্রাম ম্যানেজার নাজিম উদ্দিন এবং প্রথম আলোর আঞ্চলিক ব্যবস্থাপক আবুল বাশার।

/এসএস/মনেরখবর/

Previous articleডিলুশন : বিভ্রমের জগত
Next articleমাদকাসক্তদের প্রতি বিরূপ প্রতিক্রিয়া সুস্থতার অন্তরায় : পাবিপ্রবি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here