এনআইএমইচ ও এনআইবি এর সমঝোতা স্মারক সই

৭টি বিষয়ে যৌথভাবে কাজ করার লক্ষে সমঝোতা করেছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথ (NIMH) এবং ন্যাশনাল ইনস্টিটিউট অফ বায়োটেকনোলজি (NIB)।

এ উপলক্ষে গতকাল ২৭ জুলাই (বুধবার) এনআইএমএইচ-এ সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান সম্পন্ন হয়। নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে সই করেন এনআইএমএইচের পরিচালক অধ্যাপক ড. বিধান রঞ্জন রায় পোদ্দার এবং ন্যাশনাল ইনস্টিটিউট অফ বায়োটেকনোলজি (NIB) এর মহাপরিচালক ড. মো. সলিমুল্লাহ।

এ সময় এনআইএমএইচ সহযোগী অধ্যাপক ডা. তারিকুল আলম, ডা হেলাল উদ্দিন আহমেদ ও সিনিয়র ফ্যাকাল্টি সদস্যরা উপস্থিত ছিলেন।

চুক্তির আওতায় উভয় প্রতিষ্ঠান যৌথভাবে যেসব বিষয়ে কাজ করবে সেগুলো হলো :

সহযোগিতামূলক গবেষণা প্রকল্প
বৈজ্ঞানিক তথ্য ও প্রকাশনা বিনিময়
অনলাইন ডাটাবেস এবং জার্নাল সুবিধা বিনিময়
বৈজ্ঞানিক সেমিনার, সিম্পোজিয়া, ইত্যাদির যৌথ সংগঠন।
প্রশিক্ষণ কর্মসূচির যৌথ তত্ত্বাবধান
পরীক্ষাগার পরিষেবা এবং ক্লিনিকাল সুবিধা ব্যবহার
আন্তর্জাতিক সহযোগিতামূলক গবেষণায় যৌথ অংশগ্রহণ, ইত্যাদি।

এমওইউ স্মারক সাক্ষরের পর যৌথভাবে বিবৃতিতে তারা বলেন, ঐক্যবদ্ধভাবে সম্মত প্রচেষ্টা দুটি প্রতিষ্ঠানের মধ্যে বৈজ্ঞানিক গবেষণা ও উন্নয়ন কার্যক্রম প্রতিষ্ঠা ও বজায় রাখার দিকে অগ্রসর হয়। ভবিষ্যতে এই সহযোগিতা মনস্তাত্ত্বিক জেনেটিক্স এবং জিনোমিক্সের উপর গবেষণা এবং বোঝার উন্নতি করবে।

/এসএস/মনেরখবর/

Previous articleমৃগী রোগীর জন্য যেসব পেশা ঝুকিপূর্ণ : ডা. মো. আব্দুল্লাহ ছায়ীদ
Next articleপরিবারে সহিংসতা এড়িয়ে চলার উপায়    

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here