দশ বছরে মনোচিকিৎসক মোহিত কামাল সম্পাদিত ‘শব্দঘর’

প্রখ্যাত কথাসাহিত্যিক ও মনোচিকিৎসক, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সাবেক পরিচালক অধ্যাপক ডা. মোহিত কামাল সম্পাদিত শিল্প-সাহিত্য, সংস্কৃতি বিষয়ক মাসিক ম্যাগাজিন ‘শব্দঘর’ পা রেখেছে দশম বছরে।

১০ম বর্ষে পদাপর্ণ উপলক্ষে গতকাল ২৪ জানুয়ারি সন্ধ্যায় বিশ্বসাহিত্য কেন্দ্রের ইসফেনদিয়ার জাহেদ হাসান মিলনায়তনে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিশেষ এইক্ষণে শব্দঘর’র পক্ষ থেকে গুণিলেখক সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয় শব্দঘর নির্বাচিত সেরা ৫ বইয়ের লেখককে।

এছাড়া দুজন বরেণ্য লেখক, কথাসাহিত্যিক সুব্রত বড়ুয়া এবং শিশুসাহিত্যিক আখতার হুসেনকে দেয়া হয় বিশেষ সম্মাননা। তাদের হাতে তুলে দেওয়া হয় প্রোট্রেট। প্রোট্রেট তুলে দেন বাংলা একাডেমির মহাপরিচালক জাতিসত্তার কবি মুহম্মদ নূরুল হুদা।

শব্দঘর-এর সম্পাদক মোহিত কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক লেখক আবদুল্লাহ আবু সায়ীদ, বাংলা একাডেমির মাহপরিচালক জাতিসত্তার কবি মুহম্মদ নূরুল হুদা, প্রবন্ধকার বিশ্বজিৎ ঘোষ, কথাসাহিত্যিক আনিসুল হক, কবি শামীম আজাদ, এবং শব্দঘর-এর প্রকাশক মাহফুজা আখতার প্রমুখ।

২০২২ সালে শব্দঘর নির্বাচিত সেরা বই পুরস্কারে বিজয়ী পাঁচজন লেখক হলেন, পারভেজ হোসেন (উপন্যাস, সুবর্ণপুরাণ), খালেদ হোসাইন (কাব্যগ্রন্থ, পথ ঢুকে যায় বুকে), বদিউদ্দিন নাজির (প্রবন্ধ-গবেষণা, বই প্রকাশে লেখকের প্রস্তুতি), ফারহানা আজিম (অনুবাদগ্রন্থ, শূন্য বিন্দুতে নারী, মূল লেখক নাওয়াল আস-সাদাবি) এবং
আনজীর লিটন (কিশোর উপন্যাস, নীল ঘোড়ার খেলা)। অতিথিরা বিজয়ীদের হাতে শংসাপত্র, সম্মাননাপত্র এবং নির্দিষ্ট অর্থমূল্যের চেক তুলে দেন।

বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা, অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ বলেন―‘বাংলা সাহিত্যে শব্দঘর যেমন সুন্দর তেমনি মানসম্মত লেখা প্রকাশে অগ্রণী ভূমিকা রাখছে।’

বক্তব্য দিচ্ছেন আব্দুল্লাহ আবু সায়ীদ

শব্দঘর-এর প্রকাশক মাহফুজা আখতার বলেন―‘শব্দঘর এই পর্যায়ে আসার কৃতিত্ব লেখক-পাঠক-শুভানুধ্যায়ী সকলের সঙ্গেই আমরা ভাগ করে নিতে চাই। লেখক, পাঠক, সংগঠক, শুভানুধ্যায়ী এবং বিদগ্ধজনেরা সম্মিলিতভাবে আজ হাজির হয়ে শব্দঘর পরিবারকে অনুপ্রাণিত করেছেন। তাদের জানাই অকৃত্রিম কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ।’

সমাপনী বক্তব্যে শব্দঘর সম্পাদক মোহিত কামাল বলেন―‘লেখক, প্রকাশক, পাঠক ও শুভানুধ্যায়ীদের ভালোবাসায় শব্দঘর ১০ বছর টিকে আছে এবং তাদের ভালোবাসা এবং সহযোগিতায় ভবিষ্যতের ভালো কাজ করে টিকে থাকবে।’

উল্লেখ্য, শব্দঘর সম্পাদক মোহিত কামাল একজন প্রখ্যাত মনোরোগ বিশেষজ্ঞ। তিনি জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট (এনআইএমএইচ) এর সাবেক পরিচালক। সাহিত্যের মাধ্যমে তিনি মনোরোগের নানান তথ্য তুলে ধরেন। তুলে ধরেন মানসিক স্বাস্থ্য সচেতনতা। শব্দঘরও তার সেই প্রচেষ্টার সঙ্গী।

/এসএস/মনেরখবর/

Previous articleমানসিক সমস্যার সঙ্গে লড়েছেন পাঠান অভিনেত্রী দীপিকা
Next articleএকবছরে ৫৩২ শিক্ষার্থীর আত্মহত্যা, স্কুল-কলেজ পর্যায়ে ৪৪৬ : আঁচল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here