স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, করোনা পরবর্তী চ্যালেঞ্জে দেশে মানসিক রোগীর সংখ্যা বেড়েছে। মানসিক রোগ কেন হয় আমাদেরকে সে দিকটায় এখন থেকেই নজর দিতে হবে।
শেখ রাসেলের জন্মদিনে পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন ৫০০টি ‘মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র’ উদ্বোধন উপলক্ষে গতকাল মঙ্গলবার (১৮ অক্টোবর) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, করোনার কারণে অনেককে প্রিয়জনকে হারিয়েছেন, অনেকে চাকরি এবং ব্যবসা হারিয়েছেন। এই কারণেও মানসিক রোগ বেড়েছে। যারা মাদক সেবন করেন, যারা বিভিন্নভাবে নির্যাতিত হয় তারাও কিন্তু মানসিক রোগে আক্রান্ত হয়। সুতরাং মানসিক রোগ যেন না হয় সে দিকটায় আমাদের নজর দিতে হবে।
ওয়ার্ল্ড মেন্টাল হেলথ সামিটে অংশগ্রহণ করার প্রসঙ্গ উল্লেখ করে জাহিদ মালেক বলেন, ওয়ার্ল্ড মেন্টাল হেলথ সামিটে আমাদের দেশের করোনা নিয়ন্ত্রণ এবং টিকাদানের সফলতার প্রশংসা করেছেন। অন্যদিকে তারা এটাও বলেছেন, ‘আপনাদের দেশে মানসিক রোগীর সংখ্যা বাড়ছে’। সুতরাং আমাদেরকে এদিকটাও খেয়াল রাখতে হবে।
অনুষ্ঠানে স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব মো. সাইফুল হাসান বাদলের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব ড. মু. আনোয়ার হোসেন হাওলাদার, সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মো. খুরশিদ আলম।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ অধিদপ্তরের মহাপরিচালক শাহানারা বানু (এনডিসি গ্রেড-১)।
জানা যায়, দেশের প্রতিটি ইউনিয়নে প্রায় ২৫ থেকে ৩৫ হাজার জনসাধারণ বসবাস করে। সুবিধাবঞ্চিত প্রান্তিক জনগোষ্ঠীই এখানে বাস করে। এসব জনগোষ্ঠীর মধ্যে মা, নবজাতক ও শিশু মৃত্যু হার তুলনামূলকভাবে বেশি। এ পরিপ্রেক্ষিতে, জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে ২৪/৭ স্বাভাবিক প্রসবসেবা দেওয়ার জন্য ইউনিয়ন পর্যায়ে প্রতিটি উপজেলায় একটি করে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণকেন্দ্রকে মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণকেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।
৩৩৬৪টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণকেন্দ্র থেকে ৫০০টি কেন্দ্রকে প্রাথমিক পর্যায়ে মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণকেন্দ্রে রুপান্তর করা হচ্ছে। পরে পর্যায়ক্রমে সব কেন্দ্রকে মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণকেন্দ্রে রুপান্তর করা হবে।
/এসএস/মনেরখবর/