নিরব ঘাতক হাড়ের ক্ষয়রোগ : জানতে চোখ রাখুন মনের খবর টিভিতে

0
43

অস্থি ভঙ্গুরতা বা হাড়ের ক্ষয় রোগ মানব শরীর অকেজো করে দেয় নিরব ঘাতকের মতো। সাধারণত কেউ বুঝতেই পারে না যে, হাড়ের ক্ষয় হতে চলেছে। কখনো ব্যাথা হলে ব্যাথানাশক খেয়ে ভালো থাকার চেষ্টা করে অনেকে। ভেবে থাকে অতিরিক্ত পরিশ্রম কিংবা চোট থেকে ব্যাথা পেয়েছে। এভাবেই নিরব ঘাতক বড় হয়ে ওঠে।

গেল ২০ অক্টোবর বিশ্ব অস্টিওপোরোসিস দিবস ছিলো। এই রোগের সচেতনতা বাড়াতে দিবসটি পালিত হয় বিশ্বব্যাপী। দিবসটি উপলক্ষ্যে মনের খবর টিভি আয়োজন করেছে ‘অস্থি ভঙ্গুরতা: একটি নীরব ঘাতক’ শীর্ষক বিশেষ অনুষ্ঠান।

আজ শনিবার (২২ অক্টোবর) বিকাল ৪.৩০ মিনিটে খবর টিভিতে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হবে।

আলোচনা করবেন, বাংলাদেশ রিউমাটোলজি সোসাইটির সভাপতি ও গ্রীন লাইফ সেন্টার ফর রিউম্যাটিক কেয়ার এন্ড রিসার্চ এর চিফ কনসালটেন্ট, অধ্যাপক ডা. সৈয়দ আতিকুল হক এবং সঞ্চালনা করবেন ডা. ফারিহা কামাল মৌলি (মেডিকেল অফিসার, এনাম মেডিকেল কলেজ হাসপাতাল)।

অধ্যাপক ডা. আতিকুল হক এশিয়া-প্যাসিফিক লীগ অব এসোসিয়েশন ফর রিউমাটোলজি (APLAR) এর নির্বাহী সভাপতি এবং লুপাস ফাউন্ডেশন অব বাংলাদেশন এর সভাপতি। এছাড়াও তিনি সোশ্যাল কমিটমেন্ট এন্ড পেশেন্ট আউটরিচ (SIG) এর সদ্যবিদায়ী সভাপতি ও আহ্বায়ক।

অনুষ্ঠানটি দেখতে মনের খবর টিভির ফেসবুক পেজে চোখ রাখুন। এছাড়াও মনের খবর টিভির স্বাস্থ্য বিষয়ক নানা অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ইউটিউবে। ক্লিক করুন এখানে :

/এসএস/মনেরখবর/

Previous article‘দেশে মানসিক রোগীর সংখ্যা বাড়ছে, এখনই নজর দিতে হবে’ : স্বাস্থ্যমন্ত্রী
Next articleদুর্দশাগ্রস্থ মানসিক স্বাস্থ্য উন্নয়নে সকলকে এগিয়ে আসা দরকার

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here