আজীবন সম্মাননা : অধ্যাপক সৈয়দ মাহফুযুল হক এর সাফল্যগাঁথা

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাইকিয়াট্রি (বিএপি) কর্তৃক আজীবন সম্মাননা পেয়েছেন পাবনা মানসিক হাসপাতালের সাবেক পরিচালক, অধ্যাপক ডা. সৈয়দ মাহফুজুল হক।

গত ৩০ সেপ্টেম্বর (শুক্রবার) রাত ৮টায় আন্তর্জাতিক সাইকিয়াট্রি কনফারেন্সে অ্যাওয়ার্ড সেশনে এ সম্মাননা তুলে দেওয়া হয়। সম্মাননা ক্রেস্ট তুলে দেন ‘ওয়ার্ল্ড সাইকিয়াট্রিক অ্যাসোসিয়েশন’ (ডব্লিউপিএ) এর প্রেসিডেন্ট প্রফেসর ডা. আফজাল জাভেদ।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বিএপির প্রতিষ্ঠাতা সভাপতি প্রফেসর ডা. হেদায়েতুল ইসলাম, বর্তমান সভাপতি প্রফেসর ডা. ওয়াজিউল আলম চৌধুরী, স্বাধীনতা চিকিৎসক পরিষদের মহাসচিব প্রফেসর ডা. এম এ আজিজ প্রমুখ।

এবার সম্মাননা প্রাপ্তি ও ব্যক্তিগত জীবনের সাফল্যগাঁথা জানাতে তিনি আসবেন মনের খবর টিভির লাইভ অনুষ্ঠানে।

সোমবার ১৭ অক্টোবর রাত ১০টায় মনের খবর টিভির বিশেষ দেশজুড়ে মনের খবর অনুষ্ঠানে অতিথি হয়ে জীবনের সাফল্যগাঁথা শোনাবেন অধ্যাপক ডা. সৈয়দ মাহফুজুল হক।

অনুষ্ঠানে দর্শকরা কমেন্টের মাধ্যমে কিংবা সরাসরি কল করে অধ্যাপক ডা. সৈয়দ মাহফুজুল হককে অভিনন্দন জানাতে পারবেন। সরাসরি কল করতে হবে এই +880 1844 618482 নাম্বারে। অনুষ্ঠানটি দেখতে চোখ রাখুন মনের খবর টিভিতে।

সম্মাননা ক্রেস্ট তুলে দিচ্ছেন ডব্লিপিএ প্রেসিডেন্ট প্রফেসর ডা. আফজাল জাভেদ

অধ্যাপক ডা. সৈয়দ মাহফুজুল হক বাংলাদেশের একজন প্রখ্যাত মানসিক রোগ বিশেষজ্ঞ। তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মনোরোগ বিভাগের সাবেক অধ্যাপক ও বিভাগীয় প্রধান ছিলেন। এছাড়াও তিনি পাবনা মানসিক হাসপাতালের পরিচালক ছিলেন।

সাইকিয়াট্রি কনফারেন্সে গোল্ডমেডেল ও অ্যাওয়ার্ড পেলেন যারা

উল্লেখ্য, গত ২৯-৩০ সেপ্টেম্বর চট্টগ্রামের হোটেল রেডিসন ব্লু বে ভিউতে অনুষ্ঠিত হয় বিএপির ১১তম ইন্টারন্যাশনাল সাইকিয়াট্রি কনফারেন্স (আইসিপি) এবং সার্ক সাইকিয়াট্রিক ফেডারেশন-এসপিএফ এর ১৩তম সার্ক ইন্টারন্যাশনাল সাইকিয়াট্রি কনফারেন্স (এসআইপিসি)।

কনফারেন্সে ‘সার্ক সাইকিয়াট্রিক ফেডারেশন ফেলোশিপ অ্যাওয়ার্ড-২২’ এবং বিএপি কর্তৃক ‘প্রফেসর ডা. হেদায়েতুল ইসলাম গোল্ড মেডেল অ্যাওয়ার্ড-২২’ সহ চারটি ক্যাটাগরিতে বিজয়ীদের অ্যাওয়ার্ড ও পুরস্কার প্রদান করা হয়।

সংশ্লিষ্ট খবর…
শেষ হলো দুইদিনব্যাপী মনোরোগ বিশেষজ্ঞ সম্মেলন

দুইদিনব্যাপী এই আন্তর্জাতিক সাইকিয়াট্রি সম্মেলনে দেশ বিদেশের কয়েক শতাধিক মনোরোগ বিশেষজ্ঞ অংশগ্রহণ করছেন। এই কনফারেন্সে বৈজ্ঞানিক সেমিনার, অ্যাওয়ার্ড প্রদান, আলোচনা, গবেষণা উপস্থাপনা, ছাড়াও দুটি মানসিক রোগ এর চিকিৎসা নির্দেশিকা উন্মুক্ত করা হয়েছে।

/এসএস/মনেরখবর/

Previous articleব্যাকাম’র ১৫তম বার্ষিক সম্মেলন : প্রবন্ধ আহ্বান
Next articleডিলুশন : বিভ্রমের জগত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here