
ভারতের উড়িশা প্রদেশে অনুষ্ঠিত হয়েছে ‘ইন্ডিয়ান সাইকিয়াট্রিক সোসাইটি’র ৭৪তম বার্ষিক সাধারণ সভা ও বৈজ্ঞানিক সম্মেলন- ২০২৩। এই সম্মেলনে অংশ নিয়েছে বাংলাদেশের মনোরোগ বিশেষজ্ঞদের একটি প্রতিনিধি দল।
উড়িশার রাজধানী ভূবনেশ্বরে গত ২-৫ ফেব্রুয়ারী পর্যন্ত এই সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ ছাড়াও নেপাল, ভূটান, শ্রীলঙ্কাসহ সার্কের অন্যান্য সদস্য দেশ এবং পৃথিবীর বিভিন্ন দেশ থেকে প্রাায় সাড় তিন হাজার সাইকিয়াট্রিস্টস অংশগ্রহণ করেন।
বাংলাদেশ থেকে ‘বাংলাদেশ এসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টস’ এর সাবেক সভাপতি ও সার্ক সাইকিয়াট্রিক ফেডারেশনের ট্রেজারার অধ্যাপক ডা. ওয়াজিউল আলম চৌধুরীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল অংশগ্রহণ করেন। প্রতিনিধি দলে ছিলেন,
এই বৈজ্ঞানিক সম্মেলনে ভারত, বাংলাদেশ ও সার্কের অন্যান্য সদস্য দেশ ছাড়া বিশ্বের অনেক দেশ থেকে প্রায় ৩৫০০ জন সাইকিয়াট্রিস্ট ও গবেষক অংশগ্রহণ করেন, তাদের মধ্যে অধ্যাপক ডা. মো. আহসানুল হাবীব, অধ্যাপক ডা. এস.আই মল্লিক, অধ্যাপক ডা. মাধব চন্দ্র মন্ডল, অধ্যাপক ডা. মো. আব্দুল মোতালেব, অধ্যাপক ডা. দীপেন্দ্র নারায়ন দাস, অধ্যাপক ডা. সুস্মিতা রায়, অধ্যাপক ডা. অনুপম দাস, অধ্যাপক ডা. তপন কুমার সাহা, ডা. মেঘলা সরকার, ডা. মাহজাবিন আফতাব সোলাইমান, ডা. সুমাইয়া নওশিন আহমেদ প্রমূখ।
সম্মেলনে মোট ৫০টি সেশনে ২৫০ জন সাইকিয়াট্রিস্ট তাদের বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন করেন। এতে Stigma in Mental Health : From SAARC Perspective বিষয়ক সিমপোজিয়ামে সভাপতির দায়িত্ব পালন করেন অধ্যাপক ডা. ওয়াজিউল আলম চৌধুরী।
/এসএস/মনেরখবর/