‘জরায়ু মুখের ক্যান্সার: কারণ, লক্ষণ ও চিকিৎসা’ শীর্ষক লাইভ অনুষ্ঠান

0
50

নারীর প্রজনন এবং গর্ভধারণ সম্পর্কিত স্বাস্থ্য সচেতন অনুষ্ঠান ‘নারী স্বাস্থ্যে রেনাটা’ নিবেদিত নিয়মিত আয়োজনের ধারাবাহিকতায় ‘জরায়ু মুখের ক্যান্সার: কারণ, লক্ষণ ও চিকিৎসা’ শীর্ষক প্রোগ্রাম আয়োজন করেছে মনের খবর টিভি।

সোমবার (২২ আগস্ট) রাত ৯ টায় মনের খবর টিভির ফেসবুক পেজে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হবে। মূখ্য আলোচক হিসেবে থাকবেন গাইনি স্পেশালিস্ট এবং সার্জন, ঢাকা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের কনসালটেন্ট ডা. মৌসু‌মি কাদের

অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন, এনাম মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল অফিসার ডা. ফারিহা কামাল মৌলি।

অনুষ্ঠান চলাকালীন সময়ে দর্শকরা সরাসরি প্রশ্ন করতে পারবেন। আপনার সমস্যা জানাতে কল করুন 01844618482 এই নাম্বারে।

সম্পূর্ণ অনুষ্ঠানটি দেখতে চোখ রাখুন মনের খবর টিভিতে

Previous articleসাইকিয়াট্রি কনফারেন্সে বিতর্ক প্রতিযোগিতা : আবেদন সময় ১৫ সেপ্টেম্বর
Next articleমাদকাসক্তি কাটাতে সন্তানের পাশে থাকার আহ্বান বিশেষজ্ঞদের

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here