সমসাময়িক স্বাস্থ্য সচেতনতায় মনের খবর টিভির বিশেষ আয়োজন ‘ডেঙ্গু জ্বর : কারণ, লক্ষণ, প্রতিকার ও চিকিৎসা’ শীর্ষক অনুষ্ঠানে থাকছেন দেশের প্রখ্যাত মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহ।
শুক্রবার (১৮ নভেম্বর) রাত দশটায় মনের খবর টিভির অফিসিয়াল ফেসবুক পেজে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হবে।
অনুষ্ঠান সঞ্চালনা করবেন ‘ন্যাশনাল ইনস্টিটিউট অব প্রিভেন্টিভ এন্ড সোশ্যাল মেডিসিন’ এর সহকারী অধ্যাপক ডা. কে এম বায়জিদ আমিন।
সাক্ষাতকার :
স্বপ্ন আছে মেডিসিনের ওপর আরো কিছু বই লেখার: প্রফেসর এবিএম আব্দুল্লাহ
উল্লেখ্য, অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহ- খ্যাতিমান শিক্ষক ও চিকিৎসক। মেডিসিনের ওপর তাঁর রচিত বই বিশ্বের ৫০টিরও অধিক দেশে বহুল পঠিত। পেয়েছেন একুশে পদকসহ দেশ বিদেশে অসংখ্য পুরষ্কার ও সম্মাননা। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ‘মেডিসিন অনুষদ’-এর সাবেক অধ্যাপক ও ডীন।
বর্তমানে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত চিকিসৎক হিসেবে দায়িত্ব পালন করছেন। ১৯৫৪ সালে তিনি জামালপুরে জন্মগ্রহণ করেন।
/এসএস/মনেরখবর/