ডায়াবেটিক চিকিৎসায় ‘এম্পাগ্লিফ্লোজিন’ ব্যবহার : বৈজ্ঞানিক আলোচনা

0
25

ডায়াবেটিক রোগীদের অসুখের কারণে পরিবর্তনশীল সময়ে চিকিৎসায় এম্পাগ্লিফ্লোজিন ব্যবহার ও অন্যান্য ওষুধের সঠিক ব্যবহার নিয়ে বৈজ্ঞানিক আলোচনার আয়োজন করেছে মনের খবর টিভি

এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সৌজন্যে মঙ্গলবার (২৪ জানুয়ারি) রাত ৯টায় অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার হবে।

অনুষ্ঠানে বিশেষজ্ঞ আলোচক হিসেবে থাকবেন, চট্টগ্রাম মেডিক্যাল কলেজের এন্ডোক্রাইনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, ডা. ফারহানা আক্তার। অনুষ্ঠানে প্রেজেন্টেশন উপস্থাপন করবেন এভার কেয়ার হাসপাতালের কনসালটেন্ট ডা. ইমরান উর রশিদ চৌধুরী।

অনুষ্ঠান সঞ্চালনা করবেন, এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মেডিকেল অফিসার ডা. ফারিহা কামাল মৌলি।

উল্লেখ্য, টাইপ-২ ডায়াবেটিসে আক্রান্ত রোগীর জন্য কার্যকর নতুন একটি ওষুধ এম্পাগ্লিফ্লোজিন। সাধারণত ডায়াবেটিসে রোগীদের প্রায় দুই-তৃতীয়াংশ রোগী হার্টের সমস্যার কারণে মারা যান। এম্পাগ্লিফ্লোজিন ব্যবহারে হার্টের সমস্যায় মৃত্যু ঝুঁকি কমে। এছাড়াও এম্পাগ্লিফ্লোজিন হার্ট ফেইলিয়রের কারণে হাসপাতালে ভর্তির হারও কমায় এবং কিডনির মাইল্ড রেনাল সমস্যা থাকলে সেটি কমিয়ে দেয়।

/এসএস/মনেরখবর/

Previous articleশিশু-কিশোরদের নিয়ে সোনারতরীর ‘আত্মবিশ্বাস উন্নয়ন’ কর্মশালা
Next articleমাদকাসক্ত ছোটো ভাইকে নিয়ে সমস্যায় পড়েছি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here