বাংলাদেশ এসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টস -বিএপি’র ২০২৩-২৪ সেশনের নতুন কমিটির প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২২ জানুয়ারি) দুপুরে রাজধানীর ধানমন্ডিতে হোটেল ফরেস্ট লাউঞ্জে নবনির্বাচিত সভাপতি ব্রি.জে. (অব.) অধ্যাপক ডা. মো. আজিজুল ইসলাম এর সভাপতিত্বে সাধারণ সভায় অন্যান্য দায়িত্বশীল এবং সিনিয়র সাইকিয়াট্রিস্টসগণ অংশগ্রহণ করেন।
সাধারণ সম্পাদক ডা. তারিকুল আলমের সঞ্চালনায় বিশেষ বক্তব্য রাখেন সদ্যবিদায়ী সভাপতি অধ্যাপক ডা. ওয়াজিউল আলম চৌধুরী, ও এনডিডি সুরক্ষা ট্রাস্টের চেয়ারম্যান অধ্যাপক ডা. গোলাম রব্বানী।
এসময় উপস্থিত ছিলেন, কথাসাহিত্যিক ও মনোচিকিৎসক অধ্যাপক ডা. মোহিত কামাল, ব্রি.জে. অধ্যাপক ডা. কামরুল হাসান, অধ্যাপক ডা. আব্দুল ওহাব, অধ্যাপক ডা. মাহমুদুল হাসান, অধ্যাপক ডা. শাহআলম, অধ্যাপক ডা. মোস্তাফিজুর রহমান, অধ্যাপক ডা. নাহিদ মাহজাবিন মোর্শেদ, ডা. হেলাল উদ্দিন আহমেদ, ডা. অভ্রদাস ভৌমিক, ডা. ফাতেমা মারিয়া খান, ডা. আব্দুল্লাহ ছায়ীদ, ডা. রুবিনা হোসাইন প্রমুখ।
ব্রি.জে. (অব.) অধ্যাপক ডা. আজিজুল ইসলাম বলেন, আজকে আমাদের কার্যকরী কমিটির প্রথম মিটিং হয়েছে। এতে কমিটির মেম্বার ছাড়াও শীর্ষ পর্যায়ের মনোরোগ বিশেষজ্ঞগণ উপস্থিত ছিলেন। আজকের সভায় আমরা বাংলাদেশ এসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টসের ভবিষ্যত পরিকল্পনা নিয়ে আলোচনা করি। আলোচনায় ফলপ্রসূ কিছু বিষয় উঠে এসেছে। বিশেষত মনোরোগ ফাউন্ডেশনের ব্যাপারে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে।
হার্ট ফাউন্ডেশন বা অন্যান্য বিভিন্ন সংগঠনের মতো মনোরোগ বিশেষজ্ঞদের একটি ফাউন্ডেশন প্রতিষ্ঠার কাজ অনেকদূর এগিয়েছে বলেও তিনি জানান।
উল্লেখ্য, বাংলাদেশ এসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টস -বিএপি বাংলাদেশের মনোরোগ বিশেষজ্ঞদের প্রতিনিধিত্বশীল শীর্ষ সংগঠন। ১৯৭৫ সালে সংগঠনটি প্রতিষ্ঠিত হয়। দেশের মানসিক স্বাস্থ্যের উন্নয়নে এই সংগঠন কাজ করছে। গত ২০ ডিসেম্বর সংগঠনের ৩০তম বার্ষিক সাধারণ সভায় ২০২৩-২৪ সেশনের নতুন কমিটি দায়িত্ব গ্রহণ করে।
সংশ্লিষ্ট খবর…
বিএপি’র ৩০তম বার্ষিক সম্মেলন সম্পন্ন
কমিটিতে যারা আসলেন
/এসএস/মনেরখবর/