বাজারে এসেছে মানসিক স্বাস্থ্যবিষয়ক মাসিক ম্যাগাজিন ‘মনের খবর’ অক্টোবর ২২’ সংখ্যা।
সুখ ও সুস্থতা একটা আরেকটার সাথে ওতপ্রোতভাবে জড়িত। অনেক সময় সুস্থ থাকলেও সুখে থাকা যায় না, যদিও বলা হয় স্বাস্থ্যই সকল সুখের মূল।
সুখ আসলে কী? সুখ থাকে কোথায়? কোথায় থাকে দুঃখ? কীভাবে সুখে থাকা যায়? বিভিন্ন পরিস্থিতিতে মানুষ কীভাবে ভালো থাকবে, সুখে থাকবে, সুখের থাকার সুবিধা-অসুবিধা, টিপস নিয়ে সাজানো হয়েছে ‘মনের খবর’র এবারের সংখ্যা।
এবারের সংখ্যায় লিখেছেন প্রখ্যাত মনোশিক্ষাবিদ ও কথাসাহিত্যিক, বাংলা একাডেমির ফেলো অধ্যাপক ডা. মোহিত কামাল, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মনোরোগ বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা. পঞ্চানন আচার্য্য, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট এর সহকারী অধ্যাপক ডা. মুনতাসির মারুফ সহ আরো অনেকেই।
রয়েছে ঢাকা আহ্ছানিয়া মিশন এর ‘হেলথ ও ওয়াশ সেক্টর’র পরিচালক ইকবাল মাসুদ এর সাক্ষাতকার। এছাড়াও রয়েছে পাঠকের প্রশ্নের উত্তরে দেশ সেরা বিশেষজ্ঞদের স্বাস্থ্য পরামর্শ, গবেষণা, টিপস, মানসিক স্বাস্থ্য বিষয়ক সংবাদ, কুইজসহ অনেক কিছু্।
সম্পাদকীয়তে বলা হয়েছে, সারা পৃথিবীতে ১০ অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত হয়। মানসিক স্বাস্থ্য সচেতনতা তৈরি করার জন্য ১৯৯২ সাল থেকে দিবসটি পালন করা হয়। প্রথম থেকে আলাদা কোনো বিষয়বস্তু ছিল না। পরবর্তিতে ভিন্ন ভিন্ন থিমের ওপর দিবসটি পালিত হয়ে আসছে। এবারের থিম ছিল ‘Make mental health & well-being for all a global priority’ বাংলায় ‘সবার জন্য মানসিক স্বাস্থ্য এবং ভালো থাকাটাই হোক বৈশ্বিক অগ্রাধিকার’।
প্রতিপাাদ্য থেকেই ‘ওয়েলবিয়িং’ বা ‘সুখে থাকা’কে এবারের প্রচ্ছদ বিষয় নির্ধারণ করা হয়েছে। আমরা এটাই চাই যে, প্রত্যেকটা মানুষ ভালো থাকুক, সুস্থ থাকুক। জীবনের প্রতিটি মুহূর্তকে উপভোগ করুক। কামনা করি সুস্থ থাকুন মনেপ্রাণে।
চলুন একনজরে দেখে নেয়া যাক বিস্তারিত সূচি :
হাইপোকন্ড্রিয়াসিস রোগ ও মানসিক সুস্থতা নিয়ে লিখেছেন ডা. আব্দুল মতিন, পারিবারিক ও সামাজিক সুস্থতার উপায় লিখেছেন ডা. ফাতেমা জোহরা, সুখী জীবনে মাদকমুক্ত থাকার প্রয়োজনীয়তা লিখেছেন ডা. মোহাম্মদ কবির হাসান পারভেজ, সুখী দাম্পত্য জীবন লিখেছেন ডা. ফাতেমা তুজ জোহরা জ্যোতি, শিশুদের সুস্বাস্থ লিখেছেন ডা. রুবাইয়া খান, বয়স্কদের সুস্বাস্থ্য লিখেছেন ডা. রেজওয়ানা হাবীব, কর্মস্থলে সুখী পরিবেশ লিখেছেন ডা. শাহরিয়ার ফারুক অনিক। এছাড়াও রয়েছে ডা. সাদিয়া আফরিনের গবেষণা প্রতিবেন এবং মাহজাবিন আরার বিশেষ টিপস জীবনে সুখী হওয়ার উপায়।
ম্যাগাজিন সংগ্রহ করতে কিংবা বাৎসরিক গ্রাহক হতে চাইলে কল করুন : 01865466594 এই নাম্বারে।
উল্লেখ্য, মনের খবর একটি মানসিক স্বাস্থ্য বিষয়ক বিশেষায়িত মাসিক ম্যাগাজিন এবং প্রথম বাংলা অনলাইন পোার্টাল। মানসিক রোগ, চিকিৎসা, পরামর্শ, বিশেষজ্ঞ মতামত, সংবাদ, তথ্য, তত্ত্বসহ মানসিক স্বাস্থ্যের সবকিছুই থাকে মনের খবর এর পাতায় পাতায়। বিএসএমএমইউ মনোরোগবিদ্যা বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান ও অধ্যাপক, বিশিষ্ট মনোরোগ বিশেষজ্ঞ ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব এর সম্পাদনায় রাজধানীর মগবাজার থেকে প্রিন্ট এবং অনলাইনে প্রকাশিত হয়।
/এসএস/মনেরখবর/