বিএসএমএমইউ মনোরোগবিদ্যা বিভাগের দুটি গবেষণা প্রটোকল উদ্বোধন

‘মানসিক স্বাস্থ্য ব্যতীত সুস্থতা নয়’ শীর্ষক প্রতিপাদ্যে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মনোরোগবিদ্যা বিভাগের উদ্যোগে দুটি গবেষণা প্রটোকল উদ্বোধন করেছেন বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ।

আজ বুধবার বিকাল সাড়ে ৩টায় বিএসএমএমইউ এর বি-ব্লকে উপাচার্য কার্যালয়ের কনফারেন্স রুমে এ উপলেক্ষ্যে প্রেজেন্টেশনের আয়োজন করা হয়।

বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. নাহিদ মাহজাবিন মোর্শেদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ।

প্রধান অতিথির বক্তব্যে গবেষণা ক্ষেত্রে মনোরোগবিদ্যা বিভাগ ঈর্ষণীয়ভাবে এগিয়ে থাকায় ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, গত বছর গবেষণা অ্যাওয়ার্ড অর্জনে মনোরোগবিদ্যা বিভাগ এগিয়ে ছিল, আশা করি এবারও সে ধারা অব্যহত থাকবে।

স্বাস্থ্যের সাথে অর্থনীতির অনেক বড় সম্পর্ক আছে উল্লেখ্য করে অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ বলেন, একজন মানুষ মানসিকভাবে ফিট না থাকলে তার আয়-উপার্জন ব্যহত হয়। ফলে আমাদের সামগ্রিক অর্থনীতি ক্ষতিগ্রস্থ হয়। সুতরাং সাইকিয়াট্রি বিভাগের এই উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি একে সাধুবাদ জানাই।

এসময় অনলাইন রিপোর্টিয়ের কথা উল্লেখ্য করে উপাচার্য আরো বলেন, একজন রোগীর চিকিৎসার রিপোর্ট নিতে পরেরদিন আসতে কমপক্ষে ৫০০ টাকা খরচ হয়। আমরা হিসাব করে দেখলাম বছরে কমপক্ষে ৪০ কোটি টাকা খরচ হয়। আমরা অনলাইন রিপোর্টিং সেবা চালুর মাধ্যমে সাধারণ মানুষের এই অতিরিক্ত অর্থ খরচ বাঁচাতে পারব। এই ৪০ কোটি টাকা বাঁচানোর অর্থ হলো আমাদের অর্থনীতি বাঁচানো।

এসময় আরো উপস্থিত ছিলেন, বিভাগের সাবেক চেয়ারম্যান ও অধ্যাপক, মনোরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. সালাহ্‌উদ্দিন কাউসার বিপ্লব, অধ্যাপক. ডা. মহসিন আলী, অধ্যাপক ডা. সুলতানা আলগীন, সহকারী অধ্যাপক ডা. এস এম আতিকুর রহমান, ডা. সিফাত-ই সাঈদ, ডা. ফাতেমা মারিয়া খান, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট সেলিনা ফাতেমা বিনতে শহীদ প্রমুখ।

ফেইস বি রেসিডেন্ট ডা. অনন্যা কর

জানা যায়, বিভাগে ভর্তি হওয়া এবং চিকিৎসা সেবা নিতে আসা রোগী-সহ অন্যান্য বিভাগের রোগীদের মানসিক স্বাস্থ্য পর্যালোচনার জন্য গবেষণা প্রকল্প গ্রহণ করা হয়েছে। প্রকল্পটির খসড়া প্রেজেন্টশন উপস্থাপন করেন, ফেইস বি রেসিডেন্ট ডা. অনন্যা কর।

এছাড়াও কোভিড পরবর্তী সময়ে মানসিক স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে আরো একটি গবেষণা প্রকল্পের খসড়া উপস্থাপন করা হয়। এটি পরিচালিত হবে সারাদেশ ব্যাপী। দুটি গবেষণার প্রটোকল-ই আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন, বিএসএমএমইউ উপাচার্য।

/এসএস/মনেরখবর/

Previous article‘সুখে থাকার মন্ত্র : ওয়েলবিয়িং বা সুস্থতা’
Next articleবঙ্গবন্ধুর প্রতিকৃতিতে স্বাচিপ এনআইএমএইচ শাখার শ্রদ্ধা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here