ব্যাকাম সম্মেলন : শুরু হয়েছে নিবন্ধন

বাংলাদেশ অ্যাসোসিয়েশন ফর চাইল্ড অ্যান্ড অ্যাডোলসেন্ট মেন্টাল হেলথ (ব্যাকাম) এর ১৫তম বার্ষিক সম্মেলনে অংশগ্রহণের জন্য নিবন্ধন প্রক্রিয়া শুরু হয়েছে।

আজ রোববার (২২ অক্টোবর) শুরু হওয়া নিবন্ধন প্রক্রিয়া ৫ নভেম্বর পর্যন্ত চলবে বলে জানিয়েছেন, ব্যাকাম এর কোষাধক্ষ ডা. সিফাত-ই সাঈদ।

১৪-১৫ নভেম্বর রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট অব বাংলাদেশ (কেআইবি) অডিটোরিয়ামে দুইদিন ব্যাপী সম্মেলন অনুষ্ঠিত হবে।

প্রথমদিনে বৈজ্ঞানিক সেশন, দুপুরের খাবার ও রাতের খাবার সহ সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি দ্বিতীয় দিন মধ্যাহ্নভোজ সহ অর্ধদিনের বৈজ্ঞানিক সেশন এবং এজিএম সভা অনুষ্ঠিত হবে।

দুইদিন ব্যাপী এ সম্মেলনে অংশগ্রহণের জন্য ফেলো/সদস্যদের ১৫০০ টাকা, ট্রেইনি/আবাসিক চিকিৎসকদের ১০০০ টাকা এবং সদস্য নন এমন সহযোগী ব্যক্তিকে ২০০০ টাকা ফি দিয়ে নিবন্ধন করতে হবে।

নিবন্ধনের জন্য ডা. সিফাত ই সৈয়দ, (সহকারী অধ্যাপক, মনোবিজ্ঞান বিভাগ, বিএসএমএমইউ। রুম- ১২১৪। ফোন : 01745773664) এবং ডা. নিয়াজ মোহাম্মদ খান (সহযোগী অধ্যাপক, ন্যাশনাল ইন্সটিটিউট অব মেন্টাল হেলথ, রুম – ৩৩২) এর সঙ্গে যোগাযোগের জন্য বলা হয়েছে।

এছাড়াও অংশগ্রহণকারীরা চাইলে এই 01745773664 নম্বরেও বিকাশ করে নিবন্ধন ফি পাঠাতে পারবেন। তবে নাম, পদবী, মোবাইল নম্বর এবং সেন্ডিং নম্বর এর শেষ ৩ সংখ্যা জানাতে হবে।

/এসএস/মনেরখবর/

Previous articleদুর্দশাগ্রস্থ মানসিক স্বাস্থ্য উন্নয়নে সকলকে এগিয়ে আসা দরকার
Next article‘সুখে থাকার মন্ত্র : ওয়েলবিয়িং বা সুস্থতা’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here