নভেল করোনাভাইরাসে আক্রান্ত মানুষেরা রোগটি থেকে সেরে উঠলেও বড় ধরনের মানসিক সমস্যায় পড়ছেন বলে একটি আন্তর্জাতিক গবেষণায় জানানো হয়েছে।
ল্যানসেটে প্রকাশিত ওই গবেষণা প্রতিবেদনের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, করোনায় আক্রান্ত হওয়া ২০ শতাংশ মানুষ ৯০ দিনের ভেতরে মানসিকভাবে অসুস্থ হচ্ছেন।
প্রতিবেদনের তথ্য অনুসারে, রোগটি থেকে সেরে ওঠা অনেকের ভেতর উত্তেজনা, হতাশা এবং নিদ্রাহীনতা দেখা দিচ্ছে।
ব্রিটেনের অক্সফোর্ড ইউনিভার্সিটির প্রফেসর পল হ্যারিসন এ বিষয়ে রয়টার্সকে বলেন, ‘মানসিক সমস্যার কথা অনেকেই বলছেন। আমাদের গবেষণায় এই প্রভাব ভালোভাবে বোঝা গেছে। বিশ্বের স্বাস্থ্যসেবা মানসিক দিকটি বিবেচনায় রেখে প্রস্তুত করা উচিত।’
এই গবেষণায় ৬৯ মিলিয়ন মানুষের সঙ্গে কথা বলা হয়েছে। এর মধ্যে ৬২ হাজারের বেশি মানুষের করোনা ছিল।
ফলাফলে দেখা গেছে, তিন মাসের ভেতরে প্রতি পাঁচজনের মধ্যে একজনের কোনো না কোনো মানসিক সমস্যা দেখা দিয়েছে।
গবেষণায় আরও দেখা গেছে, আগে থেকে যাদের মানসিক সমস্যা আছে তাদের কভিড-১৯ রোগে পড়ার ঝুঁকি অন্যদের থেকে ৬৫ শতাংশ বেশি!
স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি
করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
মানসিক স্বাস্থ্য বিষয়ক মনের খবর এর ভিডিও দেখুন: সুস্থ থাকুন মনে প্রাণে