করোনা আক্রান্তদের জন্য অক্সিজেন সেচুরেশন গুরুত্বপূর্ণ:অধ্যাপক ডা. সালাহ্‌উদ্দিন কাউসার

করোনা আক্রান্তদের জন্য অক্সিজেন সেচুরেশন গুরুত্বপূর্ণ: অধ্যাপক ডা. সালাহ্‌উদ্দিন কাউসার বিপ্লব
করোনা আক্রান্তদের জন্য অক্সিজেন সেচুরেশন গুরুত্বপূর্ণ: অধ্যাপক ডা. সালাহ্‌উদ্দিন কাউসার বিপ্লব

করোনা পজেটিভ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন মানসিক স্বাস্থ্য বিষয়ক ম্যাগাজিন মনের খবর এর সম্পাদক ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় এর মনোরোগবিদ্যা বিভাগ এর চেয়ারম্যান অধ্যাপক ডা. সালাহ্‌উদ্দিন কাউসার বিপ্লব এবং মনের খবর এর ব্যবস্থাপনা সম্পাদক মাফরুহা খানম সুবর্ণা শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে।
আজ (৩১ মে) রবিবার হাসপাতাল থেকে নিজের শারীরিক অবস্থার তথ্য ফেসবুক স্ট্যাটাস এর মাধ্যমে তুলে ধরেন অধ্যাপক ডা. সালাহ্‌উদ্দিন কাউসার বিপ্লব। তার সেই স্ট্যাটাসটি মনের খবর পাঠকদের জন্য তুলে ধরা হল:
“দুইদিন যাবত ভালোই আছি। অক্সিজেন লাগছে না। সেচুরেশনও ভালোই আছে। মনে মনে বাসায় যাওয়ার প্রিপারেশন নিচ্ছি। গলায় সামান্য খুশ-খুশ ভাব ছাড়া তেমন কোনো সমস্যা নেই। টায়ার্ড লাগে, খুব।
সুবর্না, আমার স্ত্রী। সেও ভালো আছে। এই কয়দিনে অনেক অনেক মানুষ ফোন দিয়েছেন, মেসেজ করেছেন, ফেইসবুকে- আমার ওয়ালে লিখেছেন, দোয়া করেছেন। তারচেয়েও অনেক বেশি মানুষ নিজেদের মতো করে দোয়া ও শুভকামনা করেছেন। আমি এই কৃতজ্ঞতা, ভাষায় প্রকাশ করতে পারবো না। অনেকের ভালোবাসার প্রকাশ আমার কল্পনা বা চিন্তারও বাইরে।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভিসি স্যার, কনক কান্তি বড়ুয়া স্যার সহ প্রশাসনের অনেকে নিয়মিত খবর নিয়েছেন। চিকিৎসা বিষয়ে যারা খবর নিয়েছেন, তদারকি করেছেন এবং প্রতিনিয়ত নির্দেশনা দিয়েছেন তাঁদের সবার প্রতি আবারও আমার ব্যাক্তিগত, পারিবারিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি জানি কৃতজ্ঞতা প্রকাশই যথেষ্ট নয়, অন্তর থেকে ভালোবাসা জানাই। আমি জানি অনেকেই আমাদের ছেলে দুজনের জন্য, মা-বাবা-পরিবারের জন্যও দোয়া করেছেন তাঁদের প্রতি অসংখ্য ভালোবাসা ও শ্রদ্ধা। বিপদে আমরা অনেকের সাহায্য নেই, বিপদ গেলে মনে রাখিনা। যদি এমন কিছু ঘটে থাকে দয়া করে মাফ করে দিবেন।
অনেকের ফোন, মেসেজ রিপ্লাই দেই নাই বা এখনো দিতে পারছিনা তাদের কাছেও ক্ষমা চাইছি। অনেক রোগী, রোগীর আত্মীয়স্বজন যোগাযোগ করতে পারেননি তারাও সমস্যায় পড়েছেন তাদের কাছেও এই পরিস্থিতির ক্ষমা চাইছি।
সবশেষে আল্লাহর কৃপা নিয়ে বাকি জীবন যাতে যথাযথ ও অর্থপূর্ণ করে তুলতে পারি সেই আশীর্বাদ ও দোয়া চাইছি সবার কাছে। করোনা পরিস্থিতি এই মুহুর্তে বাংলাদেশে বেশ জটিল, ভয়ে থাকার চেয়ে সচেতন থাকা এবং যথাযথ ব্যাবস্থা নেয়া গুরুত্বপূর্ণ। অনেক কিছুর ভিতর অক্সিজেন সেচুরেশন বিষয়টি খুব গুরুত্বপূর্ণ। এটি একটি টেকনিক্যাল বিষয়, সবার জন্য সহজ নয়। তবুও যারা বোঝেন বা যাদের সুযোগ আছে তারা করোনা সন্দেহ হলেই নিজের বা কাছের মানুষটির জন্য অক্সিজেন পরিস্থিতি মাপানোর চেষ্টা করবেন। বিষয়টি টেকনিক্যাল কিন্তু খুব জটিল নয়। ভয় না করে দরকারে কাছাকাছি ডাক্তারের সাথে যোগাযোগ রাখবেন। সুস্থ থাকুন মনেপ্রাণে!”
মানসিক স্বাস্থ্য বিষয়ে চিকিৎসকের সরাসরি পরামর্শ পেতে দেখুন: মনের খবর ব্লগ
করোনায় মানসিক স্বাস্থ্য বিষয়ক টেলিসেবা পেতে দেখুন: সার্বক্ষণিক যোগাযোগ
করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
করোনায় সচেতনতা বিষয়ক মনের খবর এর ভিডিও বার্তা দেখুন: সুস্থ থাকুন সর্তক থাকুন

Previous articleকোভিড-১৯: সরকারি প্রতিষ্ঠানের জন্য ১৮ নির্দেশনা
Next articleকোভিড ১৯: ঘরের বাইরে যাওয়ার দিনগুলিতে বাড়াতে হবে রোগ প্রতিরোধ ক্ষমতা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here