মানসিক স্বাস্থ্য বিষয়ক দেশের অন্যতম বহুল পঠিত মাসিক ম্যাগাজিন মনের খবর এর অক্টোবর সংখ্যা বাজারে এসেছে। অন্যান্য সংখ্যার মত মানসিক স্বাস্থ্য সচেতনতা ও মানসিক স্বাস্থ্যের বিভিন্ন দিক নিয়ে লিখেছেন দেশের খ্যাতনামা মনোরোগ বিশেষজ্ঞগণ। চমকপ্রদ এবং গুরুত্বপূর্ণ বেশ কিছু বিষয় উঠে আসায় প্রকাশের পরপরই পাঠক মহলে ব্যাপক প্রশংসিত হয়েছে মনের খবর এর এবারের সংখ্যাটি।
যা রয়েছে “মনের খবর” অক্টোবর সংখ্যায়–
আত্মহত্যা প্রতিরোধে মনোযোগ দিন-শিরোনামে প্রচ্ছদ প্রতিবেদন লিখেছেন চট্রগ্রাম মেডিক্যাল কলেজ এর মনোরোগবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ও মনোরোগ বিশেষজ্ঞ ডা. পঞ্চানন আর্চায্য।
কোন পেশায় আত্মহত্যার হার কতটুকু?– শিরোনামে আরো একটি প্রচ্ছদ প্রতিবেদন লিখেছেন সিরাজগঞ্জ মেডিক্যাল কলেজ এর মনোরোগবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ও মনোরোগ বিশেষজ্ঞ ডা. ওয়ালিউল হাসনাত সজীব।
মানসিক স্বাস্থ্য উন্নয়নের দক্ষতা: যা বলতে চাই দৃঢ়তার সঙ্গে বলা– শিরোনামে রয়েছে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক ও বাংলা একাডেমী পুরষ্কার জয়ী জনপ্রিয় কথাসাহিত্যিক অধ্যাপক ডা. মোহিত কামাল এর একটি লেখা একটি প্রচ্ছদ প্রতিবেদন।
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বিশেষ সাক্ষাৎকার বিভাগে রয়েছে ওর্য়াল্ড ফেডারেশন অব টিচারস ইউনিয়ন এর সভাপতি অধ্যাপক মাহ্ফুজা খানম এর সাক্ষাৎকার।
শিক্ষকগণও মানুষ, তাঁদেরও মনের যত্ন প্রয়োজন-শিরোনামে বিশেষ আয়োজন বিভাগে লিখেছেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক ডা. সাইফুন নাহার সুমি।
কেন মানসিক রোগ চিকিৎসা প্রয়োজন- শিরোনামে মানসিক রোগ ও শারীরিক রোগ বিভাগে লিখেছেন মানসিক রোগ বিশেষজ্ঞ ডা.জেসমিন আক্তার।
যৌন স্বাস্থ্য শিক্ষা মানসিক স্বাস্থ্যে কীভাবে প্রভাব ফেলে- শিরোনামে যৌনস্বাস্থ্য বিভাগে লিখেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মনরোগবিদ্যা বিভাগের কনসালটেন্ট ডা. এস এম আতিকুর রহমান।
পরিবারে প্রবীণদের অবস্থান শিশুমনে প্রভাব ফেলে– শিরোনামে শিশুমন বিভাগে লিখেছেন আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল এর মনোরোগ বিশেষজ্ঞ ডা. হোসনে আরা।
কেমন হবে একটি মাদকাসক্তি চিকিৎসাকেন্দ্র?- শিরোনামে মাদকাসক্তি বিভাগে রয়েছে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের মনোরোগ বিশেষজ্ঞ ডা. নাসির উদ্দিন আহমেদ এর একটি লেখা।
গবেষণা বিভাগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রেসিডেন্ট এমডি (চাইল্ড অ্যান্ড অ্যাডোলসেন্ট সাইকিয়াট্রি) ডা. সাদিয়া আফরিন লিখেছেন সম্ভাবনার নতুন দিগন্ত: কমিউনিটি ভিত্তিক মানসিক স্বাস্থ্যসেবা শিরোনামে।
মাঠের খেলা-ব্রেইনের খেলা-মনের খেলা- শিরোনামে খেলা ও মন বিভাগে লিখেছেন ঢাকা মেডিক্যাল কলেজ এর মনোরোগ বিশেষজ্ঞ ডা. রাইসুল ইসলাম পরাগ।
মনস্তত্ত্ব বিভাগে জীবানন্দ দাশ এর মনস্তত্ত্ব নিয়ে লিখেছেন ডা. সৌবর্ণ রায় বাঁধন।
যুগে যুগে বিভাগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রেসিডেন্ট এমডি ডা. কৃষ্ণ রায় লিখেছেন মানসিক রোগ চিকিৎসা: নেতিবাচক-ইতিবাচক দৃষ্টিভঙ্গি শিরোনামে।
সমসাময়িক বিভাগে রয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর নৃবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক জাভেদ কায়সার এর একটি লেখা।
ভোগবাদী মানসিকতা: সুফল কতটুকু? বিষয়ে মনোসামাজিক বিশ্লেষণ বিভাগে কথা বলেছেন বিভিন্ন শ্রেনী পেশার ব্যক্তিবর্গ।
দেশের খবর এর পাশাপাশি প্রতিসংখ্যার মত এই সংখ্যায়ও বিভিন্ন জটিল বিষয়ে পাঠকের প্রশ্নের উত্তর দিয়েছেন দেশের খ্যাতনামা মানসিক রোগ বিশেষজ্ঞরা।
এছাড়াও মনের খবর অক্টোবর সংখ্যায় পাঠকরা টিপস বিভাগে পাবেন পড়ালেখার প্রস্তুতি শিরোনামে মাহজাবিন শান্তার লেখা।
সংখ্যাটি এখন বাজারে পাওয়া যাচ্ছে, পাঠকরা চাইলে সংগ্রহ করতে পারবেন সংখ্যাটির পিডিএফ কপিও।
পিডিএফ পেতে ও ম্যাগাজিন প্রাপ্তিস্থান জানতে নিচের লিংক দেখুন :
পিডিএফ: https://www.monerkhabor.com/print-pdf/
প্রাপ্তিস্থান: https://www.monerkhabor.com/stall/