শিশুরা অনুকরণপ্রিয়। তাই অভিভাবকদের এমন কিছু করা উচিত নয় যা সন্তানের উপর নেতিবাচক প্রভাব ফেলে। এছাড়া পিতা-মাতার অযাচিত আচার আরচণও শিশুর জন্য নেতিবাচক ফলাফল বয়ে আনে। তাই শিশুদের সামনে পিতা-মাতার সব সময় ইতিবাচক হওয়া উচিত। একটি সুস্থ্য মানসিক বিকাশ সম্পন্ন শিশু চাইলে নিজেকে সংশোধন করা আবশ্যক, যাতে বাচ্চারা আপনার ভুলের দ্বারা প্রভাবিত না হয়|
আসুন জেনে নিই কিছু টিপস যা শিশুদের সামনে করা উচিত নয়-
সন্তানদের সামনে কাউকে আঘাত করা এটি খারাপ উদাহরণ স্থাপন করে| এটা হয় সন্তানদের ভীত অথবা হিংস্র করে তোলে|
বাচ্চাদের সামনে চিৎকার করা আপনার বাচ্চা আপনার আচরণ অন্যত্র অনুকরণ করতে পারে|এই বয়সেই আগ্রাসন তার দ্বিতীয় প্রকৃতি হয়ে উঠতে পারে|
অনুভূতি উপেক্ষা করা মাতাপিতার সর্বদা সন্তানের কথা শোনার সময় থাকা উচিত| পিতামাতার ধৈর্য্য ধরে বাচ্চাদের উদ্বেগ শোনা আবশ্যক|অন্যথা, আপনার সন্তানের উপেক্ষিত মনে হতে পারে|
মতামত অবহেলা করা আপনার সন্তান যদি তার মতামত প্রকাশ করতে চায়, তাহলে তাড়ার মধ্যে তাকে দমিয়ে দেবেন না, তা সেই মতামত যতই খেলো হোক|বসুন এবং ব্যাখ্যা করুন কেন তার মতামতটি অর্থহীন ও গ্রহণযোগ্য নয়| সন্তানদের যুক্তিযুক্তভাবে চিন্তা করতে শেখান|
নোংরা ভাষা ব্যবহার করা এটি সম্পূর্ণই আপনার সন্তানকে নষ্ট করে দেবে কারণ সে সর্বত্র এই ধরনের ভাষা ব্যবহার করা শুরু করতে পারে|
সামনে সন্তানের সমালোচনা করা আপনার এই আচরণে সন্তানের অপমান হয়|সন্তান আপনার বিরুদ্ধে নেতিবাচক মনোভাব পোষণ করতে পারে| এই সকল জিনিস পিতামাতার বাচ্চাদের সামনে করা উচিত নয়| আপনার যদি এ ধরণের আরও তথ্য জানা থাকে তাহলে বিনা দ্বিধায় আমাদের সাথে শেয়ার করুন|
সূত্র : বোল্ডস্কাই