শিল্পকলায় ‘বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৩’ উপলক্ষ্যে ২ দিনব্যাপী চিত্র প্রদর্শনী

0
84

বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ১০ অক্টোবর ২০২৩ উপলক্ষ্যে শিশুদের আঁকা ছবি নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, এনসিডিসি, সুইডিস অ্যাম্বাসি ও জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট এর যৌথ উদ্যোগে ২ দিনব্যাপী চিত্র প্রদর্শনী আয়োজন করা হয়েছে।

আজ ৯ অক্টোবর, শিল্পকলা একাডেমির ৩ নং গ্যালারিতে এর সূচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএপির সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল. (অব.) অধ্যাপক ডা. মো. আজিজুল ইসলাম, স্বাস্থ্য অধিদপ্তরের এনসিডিসির লাইন ডিরেক্টর অধ্যাপক ডা.মো.রোবেদ আমিন, মনোরোগবিদ্যা বিভাগ, বিএসএমএমইউ-এর চেয়ারম্যান অধ্যাপক ডা.নাহিদ মাহজাবিন মোরশেদ, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের মনোরোগবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ডা.হেলাল উদ্দিন আহমেদ, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক সহযোগী অধ্যাপক ডা.অভ্র দাশ ভৌমিক । বাংলাদেশে শতকরা ১৩ ভাগ শিশু-কিশোর নানা মানসিক রোগে আক্রান্ত। ভার্চুয়াল আসক্তি,সামাজিক বিচ্ছিন্নতা,পরিবারের অসচেতনতাসহ আরও নানা কারণে দিন দিন শিশু-কিশোরদের মধ্যে মানসিক রোগের প্রকোপ বাড়ছে।

বক্তারা বলেন,শিশু-কিশোররা সামাজিক এবং সাংস্কৃতিক অনুষ্ঠান,কার্যক্রমে যুক্ত থাকলে তারা মননশীল মানুষ হিসেবে বেড়ে উঠতে পারবে। সুস্থ সংস্কৃতি এবং বিনোদন তাদের মানসিক সমস্যা থেকে দূরে রাখবে। ফলে আমরা একটি ভালো ভবিষ্যৎ প্রজন্ম পাবো। আগামী ১০ অক্টোবর, শিল্পকলা একাডেমির ৩ নং গ্যালারিতে শিশু-কিশোরদের আঁকা চিত্র প্রদর্শনী থাকবে সারাদিন।

 মনের খবর টিভির স্বাস্থ্যবিষয়ক প্রোগ্রাম দেখতে ক্লিক করুন

Previous articleঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বিএপি’র ‘মিট দ্য প্রেস’
Next articleশহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে ‘বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৩’-এর বর্ণাঢ্য আয়োজন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here