বিষণ্ণতা নিয়ে আর্মড ফোর্সেস মেডিকেল কলেজে সেমিনার অনুষ্ঠিত

0
65

গুরুতর বিষণ্ণতার ক্ষেত্রে মিরটাজিন ট্যাবলেটের ভূমিকা নিয়ে বাংলাদেশ আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ এর ডিপার্টমেন্ট অব সাইকিয়াট্রি এর আয়োজনে বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
ঢাকা সেনানিবাসের নির্ঝর আবাসিক এলাকার ত্রিবেনিতে গত ১৪ ডিসেম্বর অনুষ্ঠিত সেমিনারে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ও বর্তমানে কর্মরত মনোরোগ বিশেষজ্ঞগণ অংশগ্রহণ করেন।
অংশগ্রহণকারীরা গুরুতর বিষণ্ণতার মারাত্নক ঝুঁকি ও ক্ষতিকর দিক নিয়ে আলোচনার পাশাপাশি এর থেকে মুক্তির উপায় নিয়ে আলোচনা করেন।
“Major Depressive Disorder & it’s Managment: role of Mirtazapine” শীর্ষক সেমিনারে আলোচকরা বিষণ্ণতার ক্ষেত্রে মিরটাজিন এর কার্যকরী দিকসমূহ নিয়েও আলোচনা করেন।
আলোচকরা সকলেই মত দেন যে, এই ট্যাবলেটে ওজন হ্রাস সহ অন্যান্য পার্শ্বপ্রতিক্রিয়া নেয়।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ এর ডিপার্টমেন্ট অব সাইকিয়াট্রি এর উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল মো. আজিজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কর্নেল নুরুল আজিম(অব:), ব্রিগেডিয়ার জেনারেল নজরুল হক(অব:), ব্রিগেডিয়ার জেনারেল সাজ্জাদুর রহমান(অব:)।
এছাড়াও ব্রিগেডিয়ার জেনারেল এম কামরুল হাসান, ব্রিগেডিয়ার জেনারেল আশফাক আহমেদ(অব:) সহ সেনাবাহিনীর বেশ কয়েকজন সাবেক ও বর্তমান কর্মকর্তা অংশগ্রহণ করেন।
সেমিনারটি সঞ্চালনা করেন লে. কর্নেল এটিএম কাউসার।
সায়েন্টেফিক পার্টনার হিসেবে সেমিনারটি আয়োজনে সহযোগিতা করে সান ফার্মাসিউটিক্যাল লিমিটেড।
 

Previous articleখাওয়া, ঘুম, কাজকর্ম কোনো কিছুতেই আনন্দ পাচ্ছি না
Next articleপাবনা মানসিক হাসপাতাল: বর্হিবিভাগে নারী আর অন্তবিভাগে পুরুষ রোগীর সংখ্যা বেশি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here