খাওয়া, ঘুম, কাজকর্ম কোনো কিছুতেই আনন্দ পাচ্ছি না

0
44

সমস্যা: স্যার আমার নাম শরীফ। বয়স ৪৫ বছর। গত ৫/৬ মাস যাবৎ আমার কিছইু ভালো লাগে না। কোনো কাজেই আমি মন দিতে পারছি না, কোনো কিছইু করতে ইচ্ছা করে না। খাওয়া, ঘুম, কাজকর্ম কোনো কিছুতেই আনন্দ পাচ্ছি না। আমার নিজের প্রতিষ্ঠিত কাপড়ের ব্যবসা। অনেক শ্রম দিয়ে নিজেই ব্যবসা দাঁড় করিয়েছি। বেশ ভালো চলছিল ব্যবসাটা। কিন্তু সেই ব্যবসার দিকে আজকাল আমার কোনো খেয়াল নাই। সকালটা সবচেয়ে খারাপ কাটে-বিছানা ছেড়ে উঠতে ইচ্ছে করে না। এভাবে চললে আমার সংসার, জীবন ও ব্যবসা সব ধ্বংস হয়ে যাবে। আমি কি কোনো মানসিক রোগে ভুগছি কিনা বুঝতে পারছি না। এখন আমি কী করতে পারি? সমাধান দিবেন আশা করি।
পরামর্শ: ধন্যবাদ শরীফ আপনার প্রশ্নের জন্য। আপনার রোগের বর্ণনা শুনে মনে হচ্ছে, আপনি বিষণ্ণতা নামক এক ধরনের মানসিক রোগে ভগুছেন। দেরি না করেই আপনার চিকিৎসা শুরু করা উচিত। বিষণ্ণতা একটি নিরাময়যোগ্য মানসিক রোগ। ভালোভাবে চিকিৎসা করালে, একজন মানসিক রোগ বিশেষজ্ঞের সাথে যোগাযোগ করে নিয়মিত পরামর্শ নিলে এবং ঔষধ খেলে সম্পূর্ণরূপে ভালো হয়ে যাবেন। শুধু কিছুটা সময় লাগবে। চিকিৎসা আপনাকে কিছুদিন চালিয়ে যেতে হবে। পুনরায় আপনি আপনার স্বাভাবিক কাজ এবং কর্মক্ষমতা ফিরে পাবেন। কষ্ট করে দাড়ঁ করানো ব্যবসা, সংসারজীবন সবই আবার সুন্দর করে চলবে সেই আশা করছি। আপনি নিকটস্থ মেডিক্যাল কলেজের মানসিক রোগ বিভাগে যোগাযোগ করুন অথবা কোনো মানসিক রোগ চিকিৎসক এর পরামর্শ গ্রহণ করুন।
পরামর্শ দিয়েছেন-
অধ্যাপক মো. আবদলু মোত্তালিব
বিভাগীয় প্রধান, মানসিক রোগ বিভাগ
বি.জি.সি. ট্রাস্ট মেডিক্যাল কলেজ, চট্টগ্রাম।

Previous articleক্যানসার রোগীদের মানসিক চিকিৎসাও দিতে হবে
Next articleবিষণ্ণতা নিয়ে আর্মড ফোর্সেস মেডিকেল কলেজে সেমিনার অনুষ্ঠিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here