বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টস এর ন্যাশনাল ওয়েবিনার অনুষ্ঠিত

0
207
বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টস (বিএপি) এর উদ্যোগে ন্যাশনাল ওয়েবিনার অনুষ্ঠিত হয়েছে।

গতকাল (১০ অক্টোবর) রাতে ভার্চুয়াল প্লাটফর্ম জুমে অনুষ্ঠিত ওয়েবিনারে দেশের খ্যাতনামা প্রবীণ এবং নবীন মানসিক রোগ বিশেষজ্ঞগণ অংশগ্রহণ করেন।

জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট এর সহযোগী অধ্যাপক ও বিএপি এর সাংগঠনিক সম্পাদক ডা. নিয়াজ মোহাম্মদ খান এর সঞ্চালনায় ওয়েবিনারে এবারের বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস এর প্রতিপাদ্য “সবার জন্য মানসিক স্বাস্থ্যঃ অধিক বিনিয়োগ -অবাধ সুযোগ” এর উপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল এর মানসিক রোগ বিভাগ এর রেজিষ্ট্রার ডা. রাইসুল ইসলাম পরাগ।

ওয়েবিনারে চেয়ারম্যান হিসেবে উপস্থিত ছিলেন বিএপি এর সভাপতি অধ্যাপক ডা. ওয়াজিউল আলম চৌধুরী    এবং কো-চেয়ারম্যান হিসেবে ছিলেন নিউরো-ডেভলেপমেন্টাল ডিজএবিলিটি প্রোটেকশন ট্রাস্টি বোর্ড এর চেয়ারপার্সন অধ্যাপক ডা. মো. গোলাম রব্বানী, অনুষ্ঠিত ওয়েবিনার শুভেচ্ছা বক্তব্য রাখেন বিএপি এর সাধারন সম্পাদক ডা. তারিকুল আলম।

ওয়েবিনারে প্যানেল অব এক্সপার্ট হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন ফর চাইল্ড অ্যান্ড অ্যাডোলেসেন্ট (বাকহাম) এর  সভাপতি অধ্যাপক ডা. ফারুক আলম, বিএপি এর সহ-সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল অধ্যাপক ডা. আজিজুল ইসলাম, রাজশাহী মেডিক্যাল কলেজ এর মনোরোগবিদ্যা বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মামুন হুসাইন, রাজশাহী মেডিক্যাল কলেজ এর মনোরোগবিদ্যা বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. জ্যোর্তিময় রায়, পাবনা মানসিক হাসপাতাল এর সাবেক পরিচালক অধ্যাপক ডা. তন্ময় প্রকাশ বিশ্বাস, সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ এর মনোরোগবিদ্যা বিভাগ এর প্রাক্তন প্রধান গোপী কান্ত রায়, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট এর পরিচালক অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার, বিএপি এর সহ-সভাপতি অধ্যাপক ডা. ঝুনু শামসুন্নাহার, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় এর মনোরোগবিদ্যা বিভাগ এর চেয়াম্যান অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব, একই বিভাগের অধ্যাপক ডা. এ এস আই মল্লিক, ঢাকা সিএমএইচ এর মনোরোগবিদ্যা বিভাগের উপদেষ্টা ও বিভাগীয় প্রধান ব্রিগেডিয়ার জেনারেল অধ্যাপক ডা. এম কামরুল ইসলাম, বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতাল এর মানসিক রোগ বিভাগের প্রধান অধ্যাপক ডা. আবু তাহের, ফরিদপুর মেডিক্যাল হাসপাতাল এর মানসিক রোগ বিভাগ এর প্রধান ডা. নুর মোহাম্মাদ গিয়াস উদ্দিন, এনাম মেডিক্যাল হাসপাতাল এর মানসিক রোগ বিভাগ এর প্রধান ডা. ফারুক হোসেন, ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স অ্যান্ড হসপিটাল এর মানসিক রোগ বিভাগ এর প্রধান ডা. এম এম জালাল উদ্দিন, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট এর সহযোগী অধ্যাপক ডা. মেখলা সরকার, পটুয়াখালি মেডিক্যাল হাসপাতাল এর মানসিক রোগ বিভাগ এর সহযোগী অধ্যাপক ডা. জিল্লুর রহমান, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট এর সহযোগী অধ্যাপক ডা. হেলাল উদ্দিন আহমেদ, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট এর সহযোগী অধ্যাপক ডা. অভ্র দাস ভৌমিক, যশোর মেডিক্যাল হাসপাতাল এর মানসিক রোগ বিভাগের প্রধান ডা. আমিনুর রহমান, সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ এর মনোরোগবিদ্যা বিভাগ এর প্রধান ডা. রমেন্দ্র কুমার সিংহ রয়েল, কুমিল্লা মেডিক্যাল কলেজ এর সহযোগী অধ্যাপক ডা. হারুন অর রশীদ।

ওয়েবিনারে সায়েন্টিফিক পার্টনার হিসেবে ছিল সানোফি বাংলাদেশ লিমিটেড। ওয়েবিনারে সানোফি বাংলাদেশ লিমিটেড এর হেড অব বিজনেস এবি এম আশরাফুল আলম অংশগ্রহণকারীদেরকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখেন।

সম্পূর্ণ ওয়েবিনারটি দেখতে এখানে ক্লিক করুন

করোনায় স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি
করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
মানসিক স্বাস্থ্য বিষয়ক মনের খবর এর ভিডিও দেখুন: সুস্থ থাকুন মনে প্রাণে

 

Previous articleকোভিড-১৯ এবং একঘেয়ে জীবনযাপনে বাড়তি মানসিক চাপ
Next articleসিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here