সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত

0
275
সিলেট ওসমানি মেডিক্যালে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত
“সবার জন্য মানসিক স্বাস্থ্য,অধিক বিনিয়োগ ও অবাধ সুযোগ”- এই স্লোগানকে সামনে রেখে সারা বিশ্বে পালিত হলোবিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস-২০২০। তারই ধারাবাহিকতায় দেশের অন্যতম ঐতিহ্যবাহী ও স্বনামধন্য চিকিৎসালয় ও চিকিৎসাবিদ্যাপীঠ সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজে ভাবে পালিত হলো দিবসটি।
এ উপলক্ষ্যে ওসমানী মেডিক্যাল কলেজের এডুকেশন ইউনিট সম্মেলন কক্ষে সীমিত পরিসরে ও স্বাস্থ্যবিধি মেনে আয়োজন করা হয় একটি বৈজ্ঞানিক সভা ও মত বিনিময় অনুষ্ঠান।
সভার সঞ্চালনার দায়িত্বে ছিলেন সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজের মনোরোগ বিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ডা. কাওসার আহমেদ।
দিবসের মূল প্রতিপাদ্য বিষয়- “সবার জন্য মানসিক স্বাস্থ্য,অধিক বিনিয়োগ- অবাধ সুযোগ” -নিয়ে প্রবন্ধ উপস্থাপন করেন ওসমানী মেডিক্যাল কলেজের মনোরোগবিদ্যা বিভাগের এমডি কোর্সের ষষ্ঠ ব্যাচের ফেজ এ রেসিডেন্ট ডা. মোহাম্মদ হাসান।
মনোরোগবিদ্যা বিঅগের প্রধান ডা. আর কে এস রয়েল এর সার্বিক নির্দেশনায় এবারের প্রতিপাদ্য নিয়ে প্রবন্ধটি রচনা ও প্রস্তুত করেন একই বিভাগের এমডি কোর্সের ষষ্ঠ ব্যাচের রেসিডেন্ট ডা. মো: রাহাত ইমাম, ডা. কাঁকণ কুমার দে এবং ডা: মোহাম্মদ হাসান। উক্ত প্রবন্ধটি পরবর্তীতে স্বাস্থ্য অধিদপ্তরে কিছুটা পরিমার্জিত হয়ে গৃহীত হয় ও দেশব্যাপী উপজেলা পর্যায়ে পরিবেশনের জন্য প্রেরণ করা হয়।
অনুষ্ঠান প্রধান হিসেবে উপস্থিত ছিলেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের সম্মানিত অধ্যক্ষ ও শাবিপ্রবির স্কুল অব মেডিকেল সায়েন্সেস-এর ডীন প্রফেসর ডা. ময়নুল হক ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. ইউনুছুর রহমান।
অনুষ্ঠানে সভাপতির দায়িত্ব পালন করেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মনোরোগবিদ্যা বিভাগের প্রধান ডা. আর কে এস রয়েল।
সভার আলোচক গণ মানসিক স্বাস্থ্য খাতে আমাদের দেশের অর্জন সমূহ তুলে ধরার পাশাপাশি বিভিন্ন সীমাবদ্ধতা, অধিক বিনিয়োগের গুরুত্ব ও পরবর্তীতে করণীয় বিষয় সমূহ নিয়ে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন। তারা করোনাকালে সিওমেক মনোরোগবিদ্যা বিভাগের নানামুখী কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন।
উল্লেখ্য যে, করোনা মহামারীর শুরু থেকেই উক্ত হাসপাতালের মনোরোগ বিদ্যা বিভাগের বিভাগীয় প্রধানের নেতৃত্বে উক্ত বিভাগের চিকিৎসক বৃন্দ কোভিড-১৯ রোগীদের সরাসরি চিকিৎসা প্রদানের পাশাপাশি মানসিক রোগীদের জরুরী সেবা, বহির্বিভাগ ও অন্ত বিভাগে যাবতীয় সেবা কার্যক্রম অব্যাহত রেখেছেন। অদ্যাবধি এই দায়িত্ব পালন করতে একাধিক চিকিৎসক কোভিডে আক্রান্ত হয় এবং সুস্থ হয়ে তারা আবারো দায়িত্ব পালন অব্যাহত রেখেছেন।
লিখেছেন :ডা. মো: রাহাত ইমাম (এমডি রেসিডেন্ট,ফেজ-এ,সাইকিয়াট্রি, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ)

করোনায় স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি
করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
মানসিক স্বাস্থ্য বিষয়ক মনের খবর এর ভিডিও দেখুন: সুস্থ থাকুন মনে প্রাণে

Previous articleবিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টস এর ন্যাশনাল ওয়েবিনার অনুষ্ঠিত
Next articleকোভিড-১৯ মহামারী এবং আমাদের আস্থা সংকট

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here