- হাতে সবসময় টিস্যু রাখা।
- যে সমস্ত খাবার খেলে হাত বেশি ঘামে সেগুলো এড়িয়ে চলতে পারেন। যেমন: গরম খাবার, চা বা কফি কিংবা ঝাল কোন খাবার।
- বেশি বেশি পানি পান করুন।
- অ্যালকোহল গ্রহণ করা যাবে না।
- গরম পরিবেশ এড়িয়ে চলুন।
- বিদেশে একধরনের কেমিকেল টিস্যু পাওয়া যায় যেটিতে হাত শুকিয়ে যায়; আমাদের দেশেও কোথাও কোথাও এটি পাওয়া যায়। সম্ভব হলে সেটিও সংগ্রহ করতে পারেন।
[/vc_message]
ইতি,
প্রফেসর ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
চেয়ারম্যান ও অধ্যাপক – মনোরোগবিদ্যা বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়।
সেকশন মেম্বার – মাস মিডিয়া এন্ড মেন্টাল হেলথ সেকশন অব ‘ওয়ার্ল্ড সাইকিয়াট্রিক এসোসিয়েশন’।
কোঅর্ডিনেটর – সাইকিয়াট্রিক সেক্স ক্লিনিক (পিএসসি), মনোরোগবিদ্যা বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়।
সাবেক মেন্টাল স্কিল কনসাল্টেন্ট – বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট টিম।
সম্পাদক – মনের খবর। চেম্বার তথ্য – ক্লিক করুন