সমস্যা
হস্ত মৈথুন নাকি ক্ষতিকর? হস্ত মৈথুনের পর আমার মাথা ঘোরে ও শরীর দূর্বল লাগে।
সিদ্দিক, শিববাড়ী, গাজীপুর
পরামর্শ
ভাই সিদ্দিক আপনাকে অসংখ্য ধন্যবাদ। বৈজ্ঞানিক ভাবে হস্ত মৈথুন কোন ক্ষতিকর বদভ্যাস নয়। এটি একটা স্বাভাবিক যৌন আচরণ। বিপরীত লিঙ্গের সাথে সেক্স করার মতই স্বাভাবিক একটা ব্যাপার। তবে হস্ত মৈথুন নিয়ে মানুষের মধ্যে কিছু প্রচলিত ভুল ধারণা রয়েছে। সেসব ভুল ধারণার কারণে অনেকে দুঃশ্চিন্তায় ভোগেন। আর দুশ্চিন্তার সেইসব শারীরিক উপসর্গকে হস্ত মৈথুনের ফলাফল বলে মনে করেন। যেমন- মাথা ঘোরা, বুক ধরফর করা, চোখ বসে যাওয়া, দুর্বল লাগা ইত্যাদি। এ বিষয়ে আরো জানতে হলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মনোরোগবিদ্যা বিভাগ পরিচালিত সাইকিয়াট্রি সেক্স ক্লিনিকে যোগাযোগ করতে পারেন।
পরামর্শ দিয়েছেন,
ডা. এস এম আতিকুর রহমান
[মনেরখবর.কম এর প্রশ্ন-উত্তর বিভাগে, মানসিক স্বাস্থ্য, যৌন স্বাস্থ্য, মাদকাসক্তি সহ মন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আপনার কোনো জানার থাকলে বা প্রশ্ন থাকলে বা বিশেষজ্ঞ পরামর্শ দরকার হলে question@www.monerkhabor.com এই ইমেলের মাধ্যমে প্রশ্ন পাঠাতে পারেন।]
স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি
করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
মানসিক স্বাস্থ্য বিষয়ক মনের খবর এর ভিডিও দেখুন: সুস্থ থাকুন মনে প্রাণে