প্রশ্ন: স্যার, আমি নিয়মিত হস্তমৈথুন করি। আমার বয়স এখন ২৪ বছর। বর্তমানে আমার সেক্স পাওয়ার অনেক কমে গেছে। নতুন বিয়ে করেছি, কিন্তু বউয়ের চাহিদা পূরন করতে পারি না। এখন আমি কি করবো? নাম প্রকাশে অনিচ্ছুক।
ডা. আতিকুর রহমান: প্রশ্নকর্তাকে ধন্যবাদ প্রশ্ন করার জন্য। আপনার বয়স এখন ২৪ বছর। সম্প্রতি বিয়ে করেছেন। লক্ষ করছেন ইদানিং আপনার সেক্স পাওয়ার কমে গেছে। কারণ হিসেবে ধরে নিয়েছেন পূর্বে আপনি যে হস্তমৈথুন করেছেন তার জন্য এমনটা হচ্ছে। আমি বলবো না। পূর্বের হস্তমৈথুনের জন্য এমনটা হয়নি। কারণ হস্তমৈথুন একটি সহজ স্বাভাবিক ব্যাপার। প্রতিদিনের নারী পুরুষের দৈহিক মেলামেশা থেকে এটা ভিন্ন নয়। এটাও একটি স্বাভাবিক যৌন আচরন। হস্তমৈথুনে এমন কোন ক্ষয় হয় না যাতে একজন মানুষের যৌনক্ষমতা কমে যেতে পারে। আপনি ও আপনার স্ত্রী দুজন ভিন্ন মানুষ। দুজন মানুষের যৌন প্রতিক্রিয়া কখনই এক হতে পারে না। কারো আগে হবে কারো পরে হবে। আপনাদেরও তাই হচ্ছে। তবে আপনার কথায় যা বুঝলাম আপনারই বার বার আগে হয়ে যাচ্ছে। এতে ঘাবড়ানোর কিছু নেই। মনে সাহস রাখুন। চেষ্টা করুন শারীরিক প্রতিক্রিয়াগুলো মিলিয়ে নেওয়ার। ঔষধ ছাড়াও অনেক ধরনের পদ্ধতি আছে যা আপনি চাইলে একজন মনোরোগ বিশেষজ্ঞের সাথে পরামর্শ করে জেনে নিতে পারেন। যদি এসব পদ্ধতি কাজ না করে সেক্ষেত্রে মনোরোগ বিশেষজ্ঞের পরামর্শ মোতাবেক ঔষধ সেবন করতে পারেন। স্বল্প খরচে এই চিকিৎসা আপনি পেতে পারেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মনোরোগ বিদ্যা বিভাগ পরিচালিত সাইকিয়াট্রিক সেক্স ক্লিনিকে।
হস্তমৈথুন একটি স্বাভাবিক যৌন আচরন
Previous Articleমেনোপজ পরবর্তী যৌন সম্পর্ক যেমন হয়
Next Article শিশুর তোতলামো সমস্যার সমাধান মাতৃদুগ্ধে
ডা. এস এম আতিকুর রহমান
বিশেষজ্ঞ চিকিৎসক, মনোরোগবিদ্যা বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়

